হরিয়ানা, 23 এপ্রিল : চোর হলে কী হবে ওঁরাও তো মানুষ ৷ মনুষ্যত্ব তো ওঁদেরও আছে ৷ হরিয়ানা সহ গোটা দেশ সাক্ষী থাকল এমনই এক মানবিক চোরের ৷ চুরি করা করোলার টিকা ফেরত দিলেন ৷ সঙ্গে চেয়ে নিলেন ক্ষমাও ৷
দেশে করোনার ঢেউ দিনে দিনে মারাত্মক আকার ধারণ করছে ৷ প্রতিদিনই নিজের রেকর্ড ভাঙছে করোনা ৷ দিল্লি, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যের পরিস্থিতি খুবই সঙ্গীন ৷ করোনা পরিস্থিতি যতই ভয়াবহ হচ্ছে ততই হাসপাতালে বেডের অভাব দেখা দিচ্ছে ৷ বাড়ছে টিকা সংকট ৷ অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ ৷ টিকার আকালে গোটা দেশে হাহাকার শুরু হয় গিয়েছে ৷ এমতাবস্থায় বৃহস্পতিবার হরিয়ানার জিন্দ জেলার পিপি সেন্টার জেনারেল হাসপাতালের হাসপাতালে স্টোর রুম খুলে একটি ব্যাগ না পাওয়ায় মাথায় হাত পড়ে হাসপাতাল কর্তৃপক্ষর ৷ কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড মিলিয়ে ওই ব্যাগে রাখা ছিল এক হাজার সাতশো দশটি টিকার ডোজ ৷ সেই ব্যাগ চুরি গিয়েছে স্টোর রুম থেকে ৷ বাকি সমস্ত জিনিস ঠিকই আছে ৷ শুধু নেই টিকা ভরা ব্যাগ ৷ বুঝতে অসুবিধা হয় না চোর বাবাজি ওই ব্যাগ চুরি করতেই এসেছিল ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবেই নেয় ওই টিকা চড়া দামে কালোবাজারে বিক্রি করা হবে ৷