পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কৃষক আন্দোলন নিয়ে বিদেশি টুইটে ষড়যন্ত্রের অভিযোগ বিদেশমন্ত্রীর - গ্রেটা থুনবার্গ

বিদেশি তারকা ও সমাজকর্মীদের কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করার পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে জানালেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ৷ এ নিয়ে দিল্লি পুলিশের সাইবার সেল গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ৷

They Obviously Didnt Know Much Minister On Foreign Tweets On Farmers
কৃষক আন্দোলন নিয়ে বিদেশি টুইটে ষড়যন্ত্রের অভিযোগ বিদেশমন্ত্রীর

By

Published : Feb 6, 2021, 8:31 PM IST

দিল্লি, 6 ফেব্রুয়ারি : কিছু না জেনেই বিদেশি তারকা ও সমাজকর্মীরা মন্তব্য করছেন ৷ শনিবার এমনটাই জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান বিদেশমন্ত্রী ৷ সেখানে তিনি জানিয়েছেন, পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ এবং অন্যান্য বিদেশি তারকারা কৃষক আন্দোলন নিয়ে যে টুইট করেছেন, সেই নিয়ে কিছু তথ্য দিল্লি পুলিশের হাতে এসেছে ৷ যেখানে সাধারণতন্ত্র দিবসে দিল্লির অশান্তির পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করা হচ্ছে ৷

‘‘সেখান থেকে অনেক কিছু প্রকাশ হয়েছে ৷ আমাদের অপেক্ষা করতে হবে, সেখান থেকে আর কী তথ্য বেরিয়ে আসে ৷ বিদেশ মন্ত্রকের বিবৃতি জারি করার পিছনে যথেষ্ট কারণ রয়েছে ৷ কিছু সেলেব্রিটি বিষয়টি সম্পর্কে না জেনেই অনেক কিছু মন্তব্য করে বসেছেন ৷’’ সংবাদ সংস্থাকে জানিয়েছেন বিদেশমন্ত্রী ৷ বুধবার 28 বছরের গ্রেটা থুনবার্গ একটি টুলকিট প্রকাশ করেছিলেন কৃষকদের সমর্থনে ৷ যার অধিকাংশ সাধারণতন্ত্র দিবসকে উদ্দেশ্য করে লেখা বলে অভিযোগ করেছেন তিনি ৷

আরও পড়ুন : কৃষকদের পাশে দাঁড়ানোয় গ্রেটার বিরুদ্ধে মামলা দিল্লি পুলিশের

এস জয়শঙ্কর আরও জানান, সেই টুইট পরেরদিন ডিলিট করে তিনি, অন্য তথ্য পরে শেয়ার করেছিলেন ৷ সেই কারণেই দিল্লি পুলিশের সাইবার সেল গুগল এবং সোশ্য়াল মিডিয়া সাইটটিকে চিঠি দিয়ে বেশ কয়েকটি ই-মেল আইডি এবং ইউআরএল-র তথ্য জানতে চেয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details