পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bird Sanctuaries: খেচরের কলতানে কাটুক গ্রীষ্মের দুপুর, ঘুরে আসুন এই পাখিরালয়গুলি - পাখির অভয়ারণ্য

তীব্র গরম । একঘেয়ে জীবন । একদিন ছুটি পেয়ে কোথায় যাবেন ভাবছেন ? চলে যান পাখিরালয়ে । বিভিন্ন প্রজাতির পাখির কলতানে আরামে কেটে যাবে আপনার ছুটির দুপুর । জেনে নিন ভারতের বিখ্যাত পাখির অভয়ারণ্যগুলির ঠিকানা ।

Bird Sanctuaries of India News
ভারতের এই পাখির অভয়ারণ্যগুলি গ্রীষ্মে দেখার জন্য সেরা

By

Published : Jun 2, 2023, 4:49 PM IST

হায়দরাবাদ: পাখির অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান আপনাকে মনোরম দৃশ্যে মুগ্ধ করতে পারে । ভারত বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর আবাসস্থল । শুধু দেশি নয়, পরিযায়ী পাখিতেও ভরে যায় দেশ । ইউরোপ, আমেরিকা, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রতি বছর হাজার হাজার পাখি ভারতে আসে । তাই যদি জুন মাসের গরমে কোথায় বেড়াতে যাবেন ভাবছেন, তাহলে এই পাখিরালয়গুলি ঘুরে দেখতে পারেন । পাখিরালয় এমন একটি জায়গা যা আট থেকে আশি, সবাই উপভোগ করতে পারে ।

রইল এমনই কিছু পাখিরালয়ের হাল-হকিকত...

ওখলা পাখির অভয়ারণ্য

যদি শান্তিতে বসে পাখির কিচিরমিচির দেখতে চান তাহলে চলে যেতে পারেন ওখলা বার্ড স্যাংচুয়ারিতে । ওখলা পাখি অভয়ারণ্য ওরিয়েন্টাল স্কাইলার্ক, রোড-রিংড প্যারাকিট, নর্দার্ন শোভেলার, হোয়াইট-থ্রোটেড কিংফিশার, লিটল সিল, ব্ল্যাক-উইংড স্টিল্ট, ওয়াটলড ল্যাপউইং ইত্যাদি পাখির আবাসস্থল । এগুলি ছাড়াও বিপণ্ণ প্রজাতি যেমন শকুন, বেয়ার পোচার্ড, স্টর্ক ক্রেন এবং সোশ্যাবল ল্যাপউইংও দেখা যায় । আপনি যদি নয়াদিল্লি, নয়ডায় থাকেন তবে এটি দিনের আউটিংয়ের জন্য খুব ভালো জায়গা ।

কুমারাকম পাখির অভয়ারণ্য

কেরালার কোট্টায়াম জেলায় অবস্থিত কুমারাকম পাখি অভয়ারণ্য প্রকৃতিপ্রেমীদের মধ্যে খুবই বিখ্যাত । যা কেরালার ব্যাকওয়াটারে অবস্থিত এবং 14 একর এলাকা জুড়ে বিস্তৃত । কোকিল, পেঁচা, হেরন, মুরহেন, ডার্টার, হেরন, করমোরান্ট, ব্রাহ্মণী ঘুড়ি এবং হাঁসের মতো অনেক পাখি দেখতে পাবেন যখন কুমারাকম পাখি অভয়ারণ্যে আসবেন । এছাড়াও পরিযায়ী সাইবেরিয়ান ক্রেনও এখানে দেখা যায় ।

ভরতপুর পাখি অভয়ারণ্য, রাজস্থান

বিশ্বের এবং দেশের অন্যতম সেরা পাখি অভয়ারণ্য ৷ এই জায়গায় আসা গ্রীষ্মের ছুটিকেও মজাদার করে তুলবে । তবে হ্যাঁ গ্রীষ্মের চেয়ে শীতকালে বেশি প্রজাতির পাখি দেখা যায় । থর মরুভূমিতে অবস্থিত এই অভয়ারণ্যের অভ্যন্তরে একটি হ্রদও রয়েছে এবং দেখার জন্য দুর্গও রয়েছে । ভরতপুর পাখি অভয়ারণ্য রাজস্থানের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান ।

সুলতানপুর জাতীয় উদ্যান, হরিয়ানা

গুরুগ্রাম-ঝাজ্জর মহাসড়কের সুলতানপুর গ্রামে নির্মিত এই অভয়ারণ্যটি আগে সুলতানপুর পাখি অভয়ারণ্য নামে পরিচিত ছিলল ৷ কিন্তু এখন এর নামকরণ করা হয়েছে সুলতানপুর জাতীয় উদ্যান । এই পার্কটি গুরুগ্রাম থেকে 15 কিলোমিটার এবং দিল্লি থেকে 50 কিলোমিটার দূরে । প্রায় 142.52 হেক্টর জমিতে নির্মিত এই পার্কে এসে আপনি অনেক সুন্দর পাখি দেখতে পাবেন । পার্কটি অনেক পরিযায়ী পাখির আবাসস্থল । পার্কের ভিতরেও রয়েছে সুলতানপুর লেক ।

আরও পড়ুন:গ্রীষ্মকালে ঘুরতে যাওয়ার প্ল্যানিং? এই জায়গাগুলো আপনার জন্য আদর্শ হতে পারে

ABOUT THE AUTHOR

...view details