বারাণসী, 14 নভেম্বর: রবিবার কাশী বিশ্বনাথ ধামে তিন সন্দেহভাজন যুবককে গ্রেফতার করা হয়েছে (Theree Suspects Caught in kashi Vishwanath Dham) । যুবকদের দেখে সন্দেহ হওয়ায় মন্দির চত্বরে উপস্থিত সিআরপিএফ জওয়ানরা 4 নম্বর গেট থেকে সন্দেহভাজন ওই তিন যুবককে গ্রেফতার করে । জানা গিয়েছে এরা প্রত্যেকেই ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা । তারা মন্দির চত্বরে কেন জড়ো হয়েছিল তা জানতে চান গোয়েন্দারা ।
আরও পড়ুন:চিঠি দিয়ে টাকার বদলে সামগ্রী ফেরতের দাবি চোরের, গ্রেফতার যুবক
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় আরতির সময় শ্রীকাশী বিশ্বনাথ ধাম (Kashi Vishwanath Temple) যখন ভিড়ে ঠাসা, সেইসময় মন্দিরের চার নম্বর গেট থেকে দর্শনার্থীরা লাইন ধরে প্রবেশ করছিলেন । ওই তিন যুবক ঠিক সেসময় মন্দিরে প্রবেশ করে । তারা এদিক ওদিক সন্দেহজনকভাবে তাকাচ্ছিল এবং ঘুরে বেড়াচ্ছিল ৷ নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআরপিএফ কনস্টেবলের ওই তিন যুবককে দেখে সন্দেহ হয় ৷ এরপরই তাদের গেটে আটকানো হয় ৷ তিনজনই একই গ্রামের বাসিন্দা এবং এক বন্ধুর সঙ্গে তারা ঠাকুর দর্শন করতে এসেছিল বলে পুলিশকে জানায় । পুলিশ জানায়, তিনজনের কাছ থেকে নিষিদ্ধ কোনও জিনিস পাওয়া যায়নি । আইবি ও অন্যান্য নিরাপত্তা সংস্থা তিনজনকেই চক থানায় জিজ্ঞাসাবাদ করে । পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আইবি (Intelligence Bureau) ৷
আরও পড়ুন:চুরি করতে এসে নোটের বান্ডিলকে চুমু খেল চোর, সঙ্গে করল প্রণামও; দেখুন ভিডিয়ো
এসিপি দশাশ্বমেধ অবধেশ পান্ডে জানিয়েছেন, তিনজনকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের কাছ থেকে কোনও আপত্তিকর জিনিস উদ্ধার হয়নি । তদন্তও করেছে আইবি (Intelligence Bureau) ।