নয়াদিল্লি, 17 ডিসেম্বর: সংসদে স্মোক ক্যানিস্টার হামলায় কোনওরকম তর্কবিতর্ক না করার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 13 ডিসেম্বর সংসদ হামলার 22 বছর পূর্ণ হওয়া দিনে ফের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায়, সংসদ ভবনের দুই কক্ষেই সরকারের গাফিলতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা ৷ তার প্রেক্ষিতে এই মন্তব্য করেন মোদি ৷ হিন্দি সংবাদপত্র ‘দৈনিক জাগরণে’ মোদির সাক্ষাৎকারকে উল্লেখ করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই ৷
ওই সংবাদপত্র প্রকাশিত সাক্ষাৎকারে মোদি বলেন, ‘‘সংসদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা কখনই এড়িয়ে যাওয়ার বিষয় নয়, এটা খুবই গুরুতর ঘটনা ৷ তবে, এ নিয়ে সংসদে হট্টগোল করে লাভ নেই ৷’’ তাঁর কথায়, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি এই ঘটনার তদন্ত করছে ও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ এই ঘটনায় জড়িতদের আসলে কী উদ্দেশ্য ছিল ? তার মূলে গিয়ে তদন্ত করা খুবই জরুরি বলে ওই সাক্ষাৎকারে জানিয়েছেন মোদি ৷ তিনি সাক্ষাৎকার জানিয়েছেন, সকলের উচিত এই ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধানের চেষ্টা করা ৷ বিরোধীদের উদ্দেশ্য তাঁর বার্তা, ‘‘সকলের উচিত এই ধরনের ঘটনায় বাগবিতণ্ডা থেকে বিরত থাকা ৷’’
মোদি জানিয়েছেন, সংসদ ভবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো ঘটনায় সরকার যথেষ্ট চিন্তিত এবং ঘটনার গুরুত্ব বুঝে তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে ৷ এমনকি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কাজ শুরু করে দিয়েছেন বলে জানান তিনি ৷ 13 ডিসেম্বর লোকসভার দর্শক গ্যালারি থেকে দুই যুবকের স্মোক ক্য়ানিস্টার নিয়ে কক্ষের ভিতরে ঝাঁপ দেয় ৷ সাংসদদের বসার আসনের উপর দিয়ে দৌড়াতে শুরু করেন ওই দু’জন ৷
নিরাপত্তা ইস্যুতে বিরোধীদের তরফে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করা হয় ৷ এমনকি একাংশ সাংসদ অমিত শাহর পদত্যাগ দাবি করেন ৷ কিন্তু, কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, সংসদ ভবনের ভিতরে নিরাপত্তার বিষয়টি লোকসভার সচিবালয়ের নিয়ন্ত্রণাধীন ৷ সেখানে অধ্যক্ষের নির্দেশে নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয় ৷ এমনকি আত্মপক্ষ সমর্থনে সরকারের তরফে বলা হয়েছে, সংসদ ভবনে অতীত এমন একাধিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেছে ৷ তবে, কেন্দ্রের তরফে যাই বলা হোক না কেন, 13 ডিসেম্বর সংসদ ভবনে জঙ্গি হামলার 22 বছর পূর্ণ হয়েছে ৷ কিন্তু, সেই দিনেই এমন ঘটনা, ভারতের গণতন্ত্রের অধিষ্ঠান সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তো তুলেছে বইকি !
আরও পড়ুন:
- বিশ্বের বৃহত্তম অফিস কমপ্লেক্স, মোদির হাতে উদ্বোধন সুরাত ডায়মন্ড বোর্সের
- সংসদে হামলাকারীদের 'আত্মদহনে'র পরিকল্পনা ছিল! চাঞ্চল্যকর তথ্য দিল্লি পুলিশের
- 'দু'বছর ধরে পরিকল্পনা ছিল', সংসদ হামলায় ষষ্ঠ অভিযুক্তকে আদালতে পেশ করে দাবি করল পুলিশ