পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

External Affairs Minister S Jaishankar: ভারত-কানাডার মধ্যে কূটনীতির জায়গা এখনও রয়েছে, মন্তব্য জয়শঙ্করের - ভারত

ভারত এরপর কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করেছিল। নয়াদিল্লি পারস্পরিক কূটনৈতিক উপস্থিতিতে সমতাও চেয়েছিল, যার ফলশ্রুতিতে কানাডা ভারত থেকে 41 জন কূটনীতিক এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করে। অন্যদিকে, ইজরায়েল-হামাস সংঘর্ষে জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটে বিরত থাকার ভারতের সিদ্ধান্তের প্রশ্নে জয়শঙ্কর 7 অক্টোবরের হামাস হামলা-সহ সমস্ত ধরণের সন্ত্রাসবাদের বিরোধিতা করার ক্ষেত্রে ভারতের অবস্থানের উপর ফের জোর দিয়েছেন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 6:43 PM IST

নয়াদিল্লি, 5 নভেম্বর: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার জানিয়েছেন, খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার বিষয়ে ভারত এবং কানাডার মধ্যে কূটনীতির জায়গা এখনও রয়েছে ৷ একই সঙ্গে, তিনি জানিয়েছেন, দুই পক্ষকে এই বিষয়ে ভারসাম্য বজায় রাখতে হবে। নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানিয়েছেন জয়শঙ্কর ৷

বিদেশমন্ত্রী বলেন, “ভারত-সহ এমন অনেক দেশ আছে যেখানে বাক ও মত প্রকাশের স্বাধীনতা আছে ৷ তবে তা হিংসা, ভীতি প্রদর্শন বা বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থা প্রচারের লাইসেন্স হতে পারে না। ভারত যে সমস্যার মুখোমুখি হয়েছে তা হল স্বাধীনতার নামে হিংসা এবং ভয় দেখানোর মতো কার্যকলাপকে ন্যায়সঙ্গত করা হয়েছে ৷ যা ক্রমে বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থা প্রচারের লাইসেন্সে পরিণত হয়েছে।"

ভারত-কানাডা দ্বন্দ্ব বিষয়ে জয়শঙ্কর বলেন, "আমি মনে করি কূটনীতির জন্য এখনও জায়গা আছে ৷ আমি জানি কানাডায় আমার প্রতিপক্ষও একই অবস্থান প্রকাশ করেছেন এবং আমরা যোগাযোগ করেছি। আমি আশা করব অবশ্যই আমরা একটি পথ খুঁজে পাব ৷ সার্বভৌমত্ব এবং সংবেদনশীলতা একমুখী রাস্তা হতে পারে না।"

তিনি আরও যোগ করেছেন, "ভারত তার বৈধ উদ্বেগের বিষয়ে কানাডার সঙ্গে কথা বলতে ইচ্ছুক ৷" জয়শঙ্কর বলেন, "তবে, এটি হতে পারে না যে একটি কথোপকথন আমার আগ্রহ এবং আমার সংবেদনশীলতাকে সম্পূর্ণভাবে খারিজ করে দেয় ৷ আমি মনে করি আমাদের ভারসাম্য দরকার ৷" কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো হরদীপ সিং নিজ্জর হত্যায় জড়িত থাকার জন্য ভারতীয় সরকারি এজেন্টদের অভিযুক্ত করার পর ভারত-কানাডা সম্পর্কের অবনতি হয়েছে দ্রুত ৷

ভারত এরপর কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করেছিল। নয়াদিল্লি পারস্পরিক কূটনৈতিক উপস্থিতিতে সমতাও চেয়েছিল, যার ফলশ্রুতিতে কানাডা ভারত থেকে 41 জন কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করে। অন্যদিকে, ইজরায়েল-হামাস সংঘর্ষে জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটে বিরত থাকার ভারতের সিদ্ধান্তের প্রশ্নে জয়শঙ্কর 7 অক্টোবরের হামাস হামলা-সহ সমস্ত ধরণের সন্ত্রাসবাদের বিরোধিতা করার ক্ষেত্রে ভারতের অবস্থানের উপর ফের জোর দিয়েছেন ৷

আরও পড়ুন: ইজরায়েল-গাজা যুদ্ধে হত প্রায় 5 হাজার শিশু, বিশ্বনেতাদের নিন্দায় সরব প্রিয়াঙ্কা

তিনি আরও উল্লেখ করেছেন যে ভারতও স্বীকার করে যে গাজা উপত্যকায় ইসরায়েলের যে কোনও পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মানবিক আইন অবশ্যই পালন করা উচিত।

ABOUT THE AUTHOR

...view details