লাখিমপুর খেরি (উত্তরপ্রদেশ), 30 মে : উত্তরাখণ্ডের চামোলিতে গত 7 ফেব্রুয়ারি তুষারধস নামে ৷ যে ঘটনায় তপবন-বিষ্ণুগাদ হাইড্রোপাওয়ার প্রজেক্টে কাজ করার সময় নিখোঁজ হয়ে গিয়েছিলেন 28 জন শ্রমিক ৷ আজ অবশেষে তাঁদের মৃত বলে ঘোষণা করা হল ৷ যে খবর মৃত 28 শ্রমিকের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে মৃত এই শ্রমিকদের পরিবার আর্থিক সাহায্যও পাবে ৷
মৃত শ্রমিকদের প্রত্যেকে 29 লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে ৷ যার মধ্যে 20 লাখ টাকা দেবে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন ৷ 4 লাখ টাকা দেবে উত্তরাখণ্ড বিপর্যয় তহবিল থেকে ৷ উত্তরাখণ্ড সরকারের বেনিফিসিয়ারি স্কিম থেকে দেওয়া হবে 1 লাখ টাকা এবং 2 লাখ টাকা দেবে উত্তরপ্রদেশ এবং কেন্দ্রীয় সরকার ৷ উত্তরপ্রদেশের লাখিমপুর খেরি জেলার 33 জন এবং শাহজাহানপুর জেলার 1 জন শ্রমিক ওই তুষার ধসের ফলে হওয়া বন্যায় ভেসে গিয়েছিলেন ৷ পরবর্তী সময়ে 5 জনের দেহ উদ্ধার করা হয়েছিল ৷ তাঁদের পরিচয়ও জানা গিয়েছিল ৷ তাঁরা সবাই লাখিমপুর খেরি জেলার বাসিন্দা ছিলেন ৷ সেই সময় বাকিদের খুঁজে পাওয়া যায়নি ৷