নয়াদিল্লি, 20 এপ্রিল : স্থগিতাদেশ জারি করে আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ করল সুপ্রিম কোর্ট ৷ অশান্ত জাহাঙ্গিরপুরীতে আজ থেকে দু'দিনের বেআইনি ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযান শুরু করার কথা ছিল উত্তর দিল্লি পৌরনিগম বা এনএমডিসি-এর (NDMC) ৷ সেই মতো কাজও শুরু করেছিল বিজেপিশাসিত পৌরনিগম ৷ কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে তা বন্ধ হল (The Supreme Court stops Jahangirpuri anti-encroachment drive orders status quo) ৷ আজই এ বিষয়ে মামলা শুনতে রাজি হয়েছে দিল্লি হাইকোর্ট ৷ দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিপিন সাঙ্ঘি বলেছেন, "আমি এ বিষয়ে (বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া থামানো) কিছু বলছি না ৷ কিন্তু কর্তৃপক্ষ যেন তৈরি থাকে ৷"
এ প্রসঙ্গে নর্থ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর মেয়র রাজা ইকবাল সিং জানিয়েছেন, পৌরনিগম সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷ উৎখাতের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে ৷ দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা বর্তমান পরিস্থিতিতে স্থিতাবস্থা জারি রেখেছেন ৷ প্রবীণ আইনজীবী দুশ্যান্ত দাবে উল্লেখ করেছেন, আজ দুপুর 2টো নাগাদ এই অভিযান শুরুর কথা থাকলেও সকাল 9টাতেই বুলডোজার নিয়ে হাজির হয় পৌরনিগম ৷ এমনকি অভিযুক্তদের কোনও বাধ্যতামূলক নোটিসও দেয়নি উত্তর দিল্লি পৌরনিগম কর্তৃপক্ষ ৷ আইনজীবী একে 'সম্পূর্ণ অনুমোদন ছাড়া এবং অসাংবিধানিক ধ্বংসাত্মক কার্যকলাপ' বলে উল্লেখ করেছেন ৷
আরও পড়ুন : Jahangirpuri Anti-Encroachment Drive : আজ জাহাঙ্গিরপুরীতে দখলদারি উচ্ছেদ অভিযান, সরব আপ নেতা