মুম্বই, 27 ডিসেম্বর:সুস্থ আছেন বলিউড মেগাস্টার সলমন খান ৷ সংবাদ সংস্থা এএনআই’র মাধ্যমে শুভাকাঙ্খী এবং অনুরাগীদের উদ্দেশ্যে একটি বার্তাও দিয়েছেন তিনি (Salman Khan on Snake Bite) ৷ যেখানে তিনি জানিয়েছেন, তিনবার সাপটি তাঁকে কামড়ে ছিল এবং সেটি বিষধর বলে জানিয়েছেন সলমন (Salman Khan Says Snake was Venomous) ৷ শনিবার পানভেলের ফার্ম হাউসে গিয়েছিলেন তিনি ৷ সেখানেই তাঁকে সাপে কামড়ায় ৷ তৎক্ষণাত সলমনকে নভি মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ 6 ঘণ্টা হাসপাতালে থাকার পর রবিবার সকালেই বাড়ি ফিরেছেন বলিউডের ভাইজান ৷
সংবাদ সংস্থকে সলমন জানিয়েছেন, ‘‘একটি সাপ আমার ফার্ম হাউসে ঢুকে পড়েছিল ৷ সেটিকে আমি একটি লাঠি দিয়ে বের করার চেষ্টা করছিলাম ৷ কিন্তু, হঠাৎই সেটি আমার হাতে উঠে আসে ৷ সাপটি আমাকে তিনবার কামড় দেয় ৷ সেটিকে আমি ছাড়ানোর জন্য ধরে ফেলি (The Snake was Bit Salman Khan Thrice) ৷ আমি 6 ঘণ্টা হাসপাতালে ভর্তি ছিলাম... এখন আমি সুস্থ ৷’’