পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনা সংক্রমণের জের, ব্যাপক পতন সেনসেক্স ও নিফটিতে - নিফটি

গত 24 ঘণ্টায় দেশে সর্বোচ্চ করোনার সংক্রমণের রিপোর্ট এসেছে ৷ যে সংখ্য়াটা 1 লক্ষ 68 হাজার 912 ৷ এই পরিস্থিতিতে ভারতের অর্থনীতিতে যে ধাক্কা লাগবে তা স্বাভাবিক ৷ আর হয়েছেও তাই ৷ এক ধাক্কায় 1800 পয়েন্ট পড়েছে সেনসেক্স ৷ সেই সঙ্গে নিফটিতেও পতন দেখা দিয়েছে ৷

the-sensex-dropped-as-much-as-1811-points-and-nifty-50-index-tumbled-below
করোনা সংক্রমণের জের, ব্যাপক পতন সেনসেক্স ও নিফটিতে

By

Published : Apr 12, 2021, 3:45 PM IST

মুম্বই, 12 এপ্রিল : করোনা সংক্রমণ এবং তার জেরে ফের একবার লকডাউনের আতঙ্ক ৷ দুইয়ে মিলে জোর ধাক্কা শেয়ার বাজারে ৷ আজ বাজার খোলার পরেই সেনসেক্স 1811 পয়েন্ট পড়ে ৷ যা দৈনিক 3.65 শতাংশ পতন বলে জানা যাচ্ছে ৷ 1800 পয়েন্ট পড়ে সেনসেক্স 47 হাজার 780 পয়েন্টে এসে দাঁড়িয়েছে ৷ সেই সঙ্গে নিফটি-তেও ব্যাপক পতন ঘটেছে ৷ যেখানে প্রায় 50 ইনডেক্স নেমে গিয়েছে নিফটি ৷

গত 24 ঘণ্টায় দেশে সর্বোচ্চ করোনার সংক্রমণের রিপোর্ট এসেছে ৷ যে সংখ্য়াটা 1 লক্ষ 68 হাজার 912 ৷ এই পরিস্থিতিতে ভারতের অর্থনীতিতে যে ধাক্কা লাগবে তা স্বাভাবিক ৷ আর হয়েছেও তাই ৷ এক ধাক্কায় 1800 পয়েন্ট পড়েছে সেনসেক্স ৷ সেই সঙ্গে নিফটিতেও পতন দেখা দিয়েছে ৷ তবে, বেলা বাড়তে সেনসেক্স কিছুটা বেড়েছে ৷ তবে, গতকালের বাজার বন্ধ হওয়ার পরের হিসেব অনুযায়ী তা 1689 পয়েন্ট কম ৷ সেই সঙ্গে নিফটি 50 ইনডেক্স নেমে 506 পয়েন্ট পতন হয়েছে ৷ যা দৈনিক হিসেবে 3.41 শতাংশ পতন বলে জানা যাচ্ছে ৷ নিফটি বর্তমানে 14 হাজার 328 পয়েন্টে এসে থেমেছে ৷

আরও পড়ুন : 2022-এর শেষের দিকে বিমানে যাত্রী সংখ্যা স্বাভাবিক হবে, পূর্বাভাস বোয়িংয়ের

এই মুহূর্তে বিশ্বে করোনা সংক্রমণের নিরিখে ব্রাজ়িলকে ছাড়িয়ে ভারত দ্বিতীয় স্থানে উঠে এসেছে ৷ ভারতে করোনা সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে শোচনীয় ৷ গত 24 ঘণ্টায় মহারাষ্ট্রে 63 হাজার 294 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details