বেঙ্গালুরু, 2 সেপ্টেম্বর: যে দায়িত্ব দিয়ে চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে পাঠানো হয়েছিল সেই কাজ ইতিমধ্যেই শেষ করেছে রোভার 'প্রজ্ঞান' ৷ তাই রোভারকে বর্তমানে নিরাপদে রেখে সেটিকে স্লিপ মোড বা ঘুমন্ত অবস্থায় রাখা হয়েছে ৷ শনিবার এই ঘোষণা করা হয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে ৷ ইসরো জানিয়েছে, একইসঙ্গে চন্দ্রযান-3 এর এপিএক্সএস (APXS) ও এলআইবিএস (LIBS) পেলোডগুলির কাজও বন্ধ রাখা হয়েছে বলে ইসরো জানিয়েছে ৷
শনিবার ইসরোর তরফে আরও জানানো হয়েছে, এপিএক্সএস (APXS) ও এলআইবিএস (LIBS) পেলোডগুলি থেকে তথ্য ল্যান্ডার 'বিক্রম' মারফৎ ইতিমধ্যেই পৃথিবীতে এসে পৌঁছেছে ৷ তবে প্রয়োজনে 'প্রজ্ঞান'কে ফের ঘুম থেকে জাগানো হতে পারে বলে জানিয়েছে ইসরো ৷ অন্যথায়, ঘুমন্ত অবস্থাতেই ভারতের দূত হিসেবে চাঁদের মাটিতে চিরদিনের মতো থেকে যাবে 'প্রজ্ঞান' ৷
গত 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযান 3 এর ল্যান্ডার 'বিক্রম' ৷ বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রাখে ভারতের এই চন্দ্রযান ৷ তখনই জানা গিয়েছিল, 14 দিন চাঁদে সক্রিয় থাকবে 'বিক্রম' ও 'প্রজ্ঞান' , কারণ এই কদিন সেখানে সারাক্ষণ সূর্যের আলো পড়বে ৷ সূর্যালোক থেকে শক্তি নিয়ে চাঁদে কাজ চালিয়ে যাদে ভারতের এই দূত ৷ তারপর যখন চাঁদের মাটিতে আর সূর্যের আলো পড়বে না অর্থাৎ রাত হবে তখন থেকে কাজ ও চলাচল বন্ধ হয়ে যাবে 'বিক্রম' ও 'প্রজ্ঞান'এর ৷ 14 দিনের আগেই অর্থাৎ 10 দিনের মধ্যেই তার কাজ শেষ করে ফেলল রোভার 'প্রজ্ঞান' ৷
আরও পড়ুন: গন্তব্য সূয্যিমামার দেশ, মহাকাশে পাড়ি দিল ইসরোর আদিত্য-এল1
চাঁদের মাটিতে ইতিমধ্যেই সালফার-সহ একাধিক মৌলের সন্ধান পেয়েছে 'প্রজ্ঞান' ৷ মাঝে একদিন একটি বড় গর্ত বা ক্রেটারেরও সম্মুখীন হয় এই রোভারটি ৷ তবে সাবধানেই সেই বাধা পাশ কাটিয়ে নিজের কাজ এগিয়ে নিয়ে যেতে পেরেছে সেটি ৷ এর শনিবার ইসরো জানালো 'প্রজ্ঞান' কে যে কাজ দেওয়া হয়েছিল তা সে শেষ করেছে ৷