নয়াদিল্লি, 25 মার্চ : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রক্রিয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা চলছে ৷ আজ এমনটাই জানালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শশীকান্ত দাস ৷ তিনি জানান, এ সংক্রান্ত প্রক্রিয়াও একইসঙ্গে চালিয়া যাওয়া হচ্ছে ৷ আরবিআই’র গভর্নরের মতে, একটি সুস্থ ব্যাঙ্কিং ক্ষেত্র এবং শক্তিশালী মূলধনের ভিত্তি ও নীতি প্রশাসনের অগ্রাধিকার হওয়া উচিত ৷
প্রসঙ্গত, ভারত সরকার ব্যাঙ্কিং সেক্টরগুলির সংস্কারে বেশি করে নজর দিচ্ছে ৷ বেশ কিছু ব্যাঙ্কে নন-পারফর্মিং সম্পদের ভার অতিরিক্ত হয়ে গিয়েছে ৷ বিশেষ করে অতিমারির সময়ে এই সমস্যা আরও বেশি করে দেখা দিয়েছে ৷ তবে, গত সপ্তাহে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আশ্বস্ত করেছিলেন, সব ব্যাঙ্ককে বেসরকারিকরণের আওতায় আনা হচ্ছে না ৷ এমনকি যখনই এই প্রক্রিয়া শুরু হবে, তখন ব্যাঙ্ক কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত করা হবে ৷