নয়াদিল্লি, 4 জুলাই: ফের জ্বালানির মূল্যবৃদ্ধি ৷ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়াল দেশের জ্বালানি তেল উৎপাদনকারী সংস্থাগুলি ৷ সিলিন্ডার প্রতি 7 টাকা করে দাম বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের ৷ গত জুন মাসে 83 টাকা 50 পয়সা দাম কমানোর পর, ফের একবার বাড়ল বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার হওয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৷ তবে, গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই রয়েছে ৷ রাজধানী দিল্লিতে 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম আগে ছিল এক হাজার 773 টাকা ৷ সেখানে 7 টাকা বেড়ে হয়েছে এক হাজার 780 টাকা ৷
তবে, শুধু দিল্লিতে নয় ৷ দেশের সব মেট্রো সিটিতেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সমান হারে বেড়েছে ৷ বাণিজ্যনগরী মুম্বইয়ে 19 কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ছিল এক হাজার 725 টাকা ৷ তা বেড়ে হয়েছে এক হাজার 732 টাকা ৷ কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম 1875 টাকা 50 পয়সা থেকে বেড়ে হয়েছে 1882টাকা 50 পয়সা এবং চেন্নাইয়ে 1 হাজার 937 টাকা থেকে বেড়ে 1 হাজার 944 টাকা ৷ উল্লেখ্য, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার মূলত, শিল্পক্ষেত্র ও অন্যান্য বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয় ৷