নয়াদিল্লি, 18 জুলাই : দেশে পৌঁছাল আফগানিস্তানে নিহত ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির মরদেহ ৷ আজ সন্ধ্যায় এয়ার ইন্ডিয়ার বিমান করে দেহ পৌঁছায় ৷ আফগানিস্তানের কান্দাহারে সংঘর্ষের মধ্যে পড়ে মৃত্যু হয় সংবাদ সংস্থা রয়টার্সের চিত্র সাংবাদিক দানিশের ৷ রাত দশটায় দেহ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে নিয়ে যাওয়া হবে ৷ সেখানেই দানিশের শেষকৃত্য সম্পন্ন করা হবে ৷
এমনিতে জামিয়া মিলিয়ার কবরস্থান সর্বসাধারণের জন্য নয় ৷ জামিয়ার কর্মী, তাঁদের স্ত্রী বা স্বামী এবং নাবালকদের মৃতদেহ শুধুমাত্র জামিয়ার কবরস্থানে রাখা হয় ৷ জামিয়ার কবরস্থানে দানিশের দেহ সমাধিস্থ করার জন্য সিদ্দিকির পরিবার অনুরোধ জানিয়েছিল ৷ প্রাক্তন ছাত্র দানিশের পরিবারের সেই অনুরোধ রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ আজ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নাজমা আখতার দানিশের বাড়ি যান ৷ আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দানিশের স্মরণসভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি ৷