নয়াদিল্লি, 19 মার্চ : 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমাটি মুক্তি লগ্ন থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে ৷ কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে তৈরি এই সিনেমাটি ইতিমধ্যে দর্শকের মন জয় করেছে ৷ বক্স অফিস কালেকশনের দিকে তাকালে তাই মনে হচ্ছে ৷ 7 দিনে 100 কোটির ব্য়বসা করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ৷
এই সিনেমা প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ শনিবার বলেন, ‘‘দ্য কাশ্মীর ফাইলস' ঘৃণাকে উস্কে দেয় এবং ক্রোধ ও সহিংসতা প্রচার করতে ইতিহাস বিকৃত করে (Jairam Ramesh on Kashmir Files)। কিছু চলচ্চিত্র পরিবর্তনকে অনুপ্রাণিত করে, কিন্তু কাশ্মীর ফাইলস ঘৃণাকে উস্কে দেয় । সত্য, ন্যায়বিচার, পুনর্বাসন, পুনর্মিলন এবং শান্তির পথে নিয়ে যেতে পারে । অপপ্রচার ঘটনাকে মোচড় দেয়, ক্রোধকে চাবুক করে এবং সহিংসতাকে প্রচার করতে ইতিহাসকে বিকৃত করে । রাষ্ট্রনায়করা ক্ষত সারিয়ে তোলে। প্রচারকরা বিভক্ত ও শাসন করার জন্য ভয় ও কুসংস্কারকে কাজে লাগায় ।" টুইটে তিনি একথা লেখেন।
আরও পড়ুন :Taslima Nasreen on Kashmir Files : হিন্দুদের বাংলাদেশ ছাড়া নিয়ে কোনও সিনেমা নেই কেন, প্রশ্ন তসলিমার