পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jairam Ramesh on Kashmir Files : ঘৃণাকে ইন্ধন দেয়, 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে মত কংগ্রেস নেতা জয়রাম রমেশের

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'দ্য কাশ্মীর ফাইলস' ঘৃণাকে উস্কে দেয় এবং ক্রোধ ও সহিংসতা প্রচার করতে ইতিহাস বিকৃত করে বলে মত কংগ্রেস নেতা জয়রাম রমেশের (Jairam Ramesh on Kashmir Files) ৷

Jairam Ramesh criticises Kashmir Films
Jairam Ramesh

By

Published : Mar 19, 2022, 6:39 PM IST

নয়াদিল্লি, 19 মার্চ : 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমাটি মুক্তি লগ্ন থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে ৷ কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে তৈরি এই সিনেমাটি ইতিমধ্যে দর্শকের মন জয় করেছে ৷ বক্স অফিস কালেকশনের দিকে তাকালে তাই মনে হচ্ছে ৷ 7 দিনে 100 কোটির ব্য়বসা করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ৷

এই সিনেমা প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ শনিবার বলেন, ‘‘দ্য কাশ্মীর ফাইলস' ঘৃণাকে উস্কে দেয় এবং ক্রোধ ও সহিংসতা প্রচার করতে ইতিহাস বিকৃত করে (Jairam Ramesh on Kashmir Files)। কিছু চলচ্চিত্র পরিবর্তনকে অনুপ্রাণিত করে, কিন্তু কাশ্মীর ফাইলস ঘৃণাকে উস্কে দেয় । সত্য, ন্যায়বিচার, পুনর্বাসন, পুনর্মিলন এবং শান্তির পথে নিয়ে যেতে পারে । অপপ্রচার ঘটনাকে মোচড় দেয়, ক্রোধকে চাবুক করে এবং সহিংসতাকে প্রচার করতে ইতিহাসকে বিকৃত করে । রাষ্ট্রনায়করা ক্ষত সারিয়ে তোলে। প্রচারকরা বিভক্ত ও শাসন করার জন্য ভয় ও কুসংস্কারকে কাজে লাগায় ।" টুইটে তিনি একথা লেখেন।

আরও পড়ুন :Taslima Nasreen on Kashmir Files : হিন্দুদের বাংলাদেশ ছাড়া নিয়ে কোনও সিনেমা নেই কেন, প্রশ্ন তসলিমার

11 মার্চ মুক্তি পাওয়ার পর থেকে ছবিটি ঘিরে বিতর্ক শুরু হয়েছে । সিনেমাটিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার এবং অন্যান্য ।

আরও পড়ুন :The Kashmir Files Business: ব্যবসার দৌড়ে 'দঙ্গল'-কে পিছনে ফেলে 'বাহুবলী 2'-কে প্রায় ধরে ফেলল 'দ্য কাশ্মীর ফাইলস'

এই সিনেমাটি 1990 সালে কাশ্মীরি পন্ডিতদের কাশ্মীর ছাড়ার বিষয়বস্তু নিয়ে তৈরি ৷ বিবেক অগ্নিহোত্রী ছবির পরিচালক। ছবিটিকে উত্তরপ্রদেশ, ত্রিপুরা, গোয়া, হরিয়ানা, গুজরাট এবং উত্তরাখণ্ডে করমুক্ত ঘোষণা করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details