পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

The Kashmir Files Controversy : বলিউডের নীরবতাকে পাত্তা দিচ্ছেন না, সিরিজের পরিকল্পনা পরিচালকের - The Kashmir Files director Vivek Agnihotri reacts on controversy

গত শুক্রবার বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) । বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি । মুক্তির চার দিনের মধ্যেই ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর বক্স অফিস কালেকশন 42.20 কোটি টাকা । সম্প্রতি, 'দ্য কাশ্মীর ফাইলস'-এর কলাকুশলীদের নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী । সেখানাই তিনি কাশ্মীর ফাইলস নিয়ে ওয়েব সিরিজের কথা জানান ৷ 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

The Kashmir Files controversy News
বলিউডের নীরবতাকে পাত্তা দিচ্ছেন না দ্য কাশ্মীর ফাইলস-এর পরিচালক

By

Published : Mar 15, 2022, 7:34 PM IST

Updated : Mar 15, 2022, 7:41 PM IST

নয়াদিল্লি, 15 মার্চ : গত শুক্রবার বড় পর্দায় মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিস ঝড় তুলেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ৷ দর্শক তো বটেই, ছবি সমালোচকদের মুখেও প্রশংসা শোনা গিয়েছে এই ছবির । প্রতিদিনই আগের দিনের তুলনায় নিজের বক্স অফিস কালেকশনের অঙ্কটি বাড়িয়ে চলেছে এই ছবি ৷

বিবেক অগ্নিহোত্রী পরিচালানা করেছেন এই ছবি । মুক্তির চার দিনের মধ্যেই ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর বক্স অফিস কালেকশন প্রায় 42.20 কোটি টাকা । চার দিনেই অসাধারণ ব্যবসা করেছে 'দ্য কাশ্মীর ফাইলস' । সম্প্রতি, 'দ্য কাশ্মীর ফাইলস' এর কলাকুশলীদের নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন বিবেক অগ্নিহোত্রী ।

বলিউডের প্রধান সারির অভিনেতা ও পরিচালকদের কাছ থেকে 'কাশ্মীর ফাইলস' নিয়ে সেরকম কোনও প্রতিক্রিয়া আসেনি এখনও ৷ এই নীরবতার ব্য়াপারে ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) বলেন, "এটি গুরুত্বপূর্ণ নয় ।" ফিল্ম নির্মাতা একই বিষয়ে একটি ওয়েব সিরিজ তৈরির কথা ভাবছেন বলে জানান (The Kashmir Files director Vivek Agnihotri reacts on controversy) ৷ দ্য কাশ্মীর ফাইলসের জন্য চার বছর ধরে গবেষণায় প্রচুর তথ্য সংগ্রহ করেছেন বলেও এদিন জানান তিনি ।

আরও পড়ুন : PM Modi on The Kashmir Files: বিজেপি সাংসদদের কাশ্মীর ফাইলস দেখার পরামর্শ মোদির, যোগীরাজ্যে কর ছাড়ের ঘোষণা

কোনও আক্ষেপ না রেখে, অগ্নিহোত্রী বলেন, "ভারত পরিবর্তন হচ্ছে। পুরানো প্রতিষ্ঠিত আদেশগুলি নেমে আসছে এবং ভেঙে পড়ছে । মুভিতেও, আমরা প্রতিষ্ঠাকে উল্লেখ করি । সেখানে পল্লবী যোশীর চরিত্রের একটি সংলাপ রয়েছে, যিনি বলছেন, "হুকুমত কিসিকি ভি হো, সিস্টেম তো হামারা হ্যায় (যেই নেতৃত্বে থাকুক, সিস্টেম আমাদের)।"

তারপরে তিনি যোগ করেন, "কিন্তু বাস্তবতা এবং সত্য বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে এটি এখন শেষ হয়ে যাচ্ছে । দ্য কাশ্মীর ফাইলস একটি সত্যিকারের অ্যাকাউন্ট । সিনেমাটি প্রকৃত মানুষ এবং তাদের ট্র্যাজেডি নিয়ে । লোকেরা যে কথা বলছে, এটি বলিউড সম্পর্কে নয় । "

অনুপম খের (Anupam Kher) , যিনি পুষ্কর নাথ পণ্ডিত চরিত্রে অভিনয় করেছেন, যার পরিবার 1989 সালে জঙ্গিদের দ্বারা সংঘটিত সহিংসতার শিকার হয়েছিল, কাশ্মীর ফাইলস নিয়ে তিনি বলেন, "এটি বলিউড সম্পর্কে নয়, এটি বাস্তব গল্প সম্পর্কে । মন্তব্য করা বা না করা কোনও ব্যাপার না ।"

কিন্তু কিছু ব্যতিক্রমি বলিউড অভিনেতা রয়েছে, এই ছবি নিয়ে যাঁরা মন্তব্য় করেছেন । কাশ্মীর ফাইলস নিয়ে নীরবতার জন্য কঙ্গনা রানাউতের মত সেলিব্রিটিরা বলিউডের সমালোচনা করেছেন । রবিবার, কঙ্গনা রানাউত (Kangana Ranaut) তার ইনস্টাগ্রামে হ্যান্ডেলে লেখেন, "অনুগ্রহ করে, হ্যাশ ট্য়াগ দ্য কাশ্মীর ফাইলস সম্পর্কে ফিল্ম ইন্ডাস্ট্রির পিন-ড্রপ নীরবতা লক্ষ্য করুন । শুধু বিষয়বস্তু নয়, এমনকি এর ব্যবসাও অনুকরণীয়... বিনিয়োগ এবং লাভের অনুপাত এমন একটি কেস স্টাডি হতে পারে যা হবে বছরের সবচেয়ে সফল এবং লাভজনক ছবি ।"

আরও পড়ুন : SRK New OTT Platform : নিজের নতুন ওটিটি প্লাটফর্ম বাজারে আনতে চলেছেন শাহরুখ

পরিচালক মধুর ভান্ডারকরও (Director Madhur Bhandarkar) ছবিটির ব্য়াপারে প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ তিনি লেখেন "সিনেমার শক্তি।" অক্ষয় কুমার (Akshay Kumar) টুইট করেন, "দ্যা কাশ্মীর ফাইলস-এ আপনার অভিনয় সম্পর্কে একেবারে অবিশ্বাস্য কথা শুনেছি।" উল্লেখ্য় অনুপম খেরের ট্রাজিক চরিত্রের ব্যাখ্যা ।

কাশ্মীর ফাইলসর অভিনেতা ও প্রযোজকদের নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী রাজধানীতে । সেখানেই তিনি জানালেন, এই ছবিটি তৈরি করার আগে টানা 4 বছর ধরে গবেষণা করেছেন তিনি । আরও জানালেন, গ্লোবাল কাশ্মীরি পণ্ডিত ডায়াস্পরা (GKPD) সংস্থার সাহায্যে তাঁরা সন্ধান পেয়েছিলেন ওই ঘটনার শিকার সরাসরি কোন কোন কাশ্মীরি পণ্ডিতের পরিবার হয়েছিলেন ।

এরপরেই সবাইকে চমকে দিয়ে বিবেক জানিয়েছেন যে, এরপর একটি ওয়েব সিরিজ তৈরির পরিকল্পনা তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন। এই ছবির জন্য গবেষণা করাকালীন যা যা হৃদয়বিদারক ঘটনার কথা তিনি জানতে পেরেছেন, সেসব নিয়েই তৈরি হবে এই ওয়েব সিরিজ । বিবেকের কথায়, '‘আমাদের কাছে এত তথ্য রয়েছে যে সত্যিই সত্যিই আস্ত ওয়েব সিরিজ তৈরি হয়ে যেতে পারে। আর সেইসব ঘটনার প্রতিটি ভীষণ মর্মস্পর্শী । বিভিন্ন মানুষের গল্প। পরিবারের গল্প। সত্যি ঘটনা ৷ আমরা এটি নিয়ে ভাবছি... আমরা একটি সিরিজ নিয়ে আসব ।"

তিনি বলেন, "কাশ্মীরি পণ্ডিতদের কাছ থেকে আমরা যে বিপুল ধরণের প্রতিক্রিয়া পেয়েছি তা এককথায় অবিশ্বাস্য । কারণ গোটা ছবিটাই সত্য ঘটনার অবলম্বনে তৈরি । অবশ্য যখন এই ছবির কাজ শুরু করেছিলাম, অনেকেই তখন বিশ্বাস করেননি যে সেই সময়ে কাশ্মীরি হিন্দুরা এই অবস্থার মুখোমুখি হয়েছিলেন ।’’

এদিকে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে মোদি বলেন, "যেরকম বই, কবিতার গুরুত্ব হয়, সেরকম সিনেমা জগতের গুরুত্ব আছে ৷ এখন আপনারা দেখেছেন যে দ্য কাশ্মীর ফাইলস নিয়ে আলোচনা চলছে । যে লোকেরা সবসময় বাকস্বাধীনতার ঝান্ডা নিয়ে ঘোরেন, সেই গ্যাং গত পাঁচ-ছ'দিনে কেঁপে গিয়েছে । তথ্য, শিল্পের ভিত্তিতে পর্যালোচনা করার পরিবর্তে সেই সিনেমাকে অস্বীকার জন্য প্রচার চলছে । পুরো একটা মহলের তরফে সেই কাজটা করা হচ্ছে । কেউ যদি সত্য ঘটনা নিয়ে সিনেমা বানান....তাঁর যেটা সত্যি মনে হয়েছে, সেটা উনি তুলে ধরার চেষ্টা করেছেন । সেই সত্যি স্বীকার করতে চাইছে না, বাকি দুনিয়া সেই সত্যের মুখোমুখি হোক, সেটাও চায় না।"

'দ্য কাশ্মীর ফাইলস' ছবির ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আরও পড়ুন : Runway 34 Teaser: অজয়-অমিতাভ জুটির নতুন ছবি 'রানওয়ে 34'-এর টিজার রিলিজ করলেন ভাইজান

প্রসঙ্গত, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটির প্রধান বিষয়বস্তু কাশ্মীরি পণ্ডিতরা। 1990 সালে তাঁদের কাশ্মীর ছেড়ে চলে যাওয়ার ঘটনার যে ইতিহাস, তার উপরেই ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি।

Last Updated : Mar 15, 2022, 7:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details