শ্রীনগর, 4 জুলাই : শ্রীনগরে ড্রোনের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল জম্মু ও কাশ্মীর প্রশাসন ৷ জম্মু বিমানবন্দরে সামরিক ঘাঁটিতে সম্ভাব্য ড্রোন হামলায় বিস্ফোরণের ঘটনার পরেই শ্রীনগরে ড্রোনের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এ নিয়ে জেলাশাসকের দফতর থেকে রবিবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ যেখানে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, প্রশাসনিক এই নির্দেশিকা কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং সেইসঙ্গে ড্রোন সংক্রান্ত কোনওরকম কার্যকলাপ নজরে পড়লে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে ৷
প্রসঙ্গত, গত রবিবার রাতে জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে দু’টি বিস্ফোরণ হয় ৷ যে ঘটনায় দু’জন আহত হন ৷ প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, রাতের অন্ধকারে ওই হামলা করা হয়েছিল ড্রোনের মাধ্যমে ৷ তাও কাছাকাছি কোনও জায়গা থেকে ৷ ফলে জম্মু ও কাশ্মীরের অভ্যন্তরীণ নিরাপত্তায় জোর দিতে আজ জেলা প্রশাসনের তরফে শ্রীনগরে ড্রোনের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷