বেঙ্গালুরু, 16 ফেব্রুয়ারি : তিন সদস্যের বেঞ্চে কর্নাটক হাইকোর্টে চলছে হিজাব মামলার শুনানি ৷ বুধবার যা চতুর্থ দিনে পড়ল (The hearing of ongoing Hijab ban row entered its fourth day at Karnataka HC) । ইতিপূর্বে প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি, বিচারক কৃষ্ণ এস দীক্ষিত ও জেএম খাজির বেঞ্চ আদালতের চূড়ান্ত নির্দেশ না পাওয়া পর্যন্ত শিক্ষাঙ্গনে পড়ুয়াদের হিজাব ও ধর্মীয় পোশাকে নিষেধাজ্ঞা জারি করেছে । সেইসঙ্গে অন্তর্বর্তীকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলারও নির্দেশ দেওয়া হয়েছিল (In interim order Karnataka HC directed the state government to reopen educational institutions)।
সেই নির্দেশ মোতাবেক সোমবার কড়া পুলিশি প্রহরায় শিক্ষা-প্রতিষ্ঠান খুলল কর্নাটকে । বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 200 মিটার এলাকা পর্যন্ত জারি ছিল 144 ধারা। জায়গায় জায়গায় মোতায়েন ছিল পুলিশবাহিনী। এরই মধ্যে রাজ্যের একটি স্কুলে ছাত্রীরা হিজাব পড়ে এলে তাদের ক্লাসরুম থেকে বের করে দেওয়া নিয়ে ফের তৈরি হয় বিতর্ক। হিজাবের পক্ষে মামলাকারীদের আইনজীবী অধ্যাপক রবিবর্মা কুমার এদিন আদালতে বলেন," শিক্ষা প্রতিষ্ঠানের উচিত ইউনিফর্ম পরিবর্তনের জন্য অন্ততপক্ষে এক বছর আগে বিজ্ঞপ্তি জারি করা।" যদিও তাঁর পেশ করা মামলা সংক্রান্ত একটি হলফনামা আদালত প্রত্যাখ্যান করে ৷
আরও পড়ুন:Unknown facts of Bappi Lahiri: কতটা সোনার মালিক বাপ্পি লাহিড়ী ? রইল চমকপ্রদ কিছু অজানা তথ্য