দিল্লি, 25 জানুয়ারি : কেন্দ্রের নয়া তিনটি কৃষি আইন বাতিল করে নতুন বিল আনার দাবি জানাল তৃণমূল কংগ্রেস ৷ দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি জানান তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ বিধানসভার আসন্ন অধিবেশনে নয়া কৃষি বিল আনার পক্ষে সওয়াল করেছেন তিনি ৷ পাশাপাশি বাংলার ‘কৃষক বন্ধু’ ও কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী কিষান নিধি’ নিয়ে তুলনা টেনে দুই প্রকল্পের সুবিধা নিয়ে কথা বলেন ডেরেক ৷ এদিন ডেরেকের সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় ৷
গত 26 নভেম্বর থেকে দিল্লির সীমানায় কেন্দ্রীয় কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে আন্দোলন চালাচ্ছে 32 টি কৃষক সংগঠন ৷ সেই আন্দোলনের সমর্থনে আজ সাংবাদিক বৈঠক করেন দুই তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং সৌগত রায় ৷ সাংবাদিক বৈঠকে ডেরেক জানান, কেন্দ্রীয় সরকারের উচিত দ্রুত নয়া তিনটি কালো কৃষি আইন প্রত্য়াহার করা ৷ তার বদলে লোকসভার আসন্ন অধিবেশনে নয়া কৃষি বিল নিয়ে আসা ৷ সেই কৃষি বিল যাতে কৃষকদের স্বার্থে তৈরি হয়, তাও সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন ডেরেক ৷