মুম্বই, 23 অগস্ট: বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে হোটেল ৷ এমন হুমকিই এসেছে বাণিজ্য নগরীর বিখ্যাত ললিত হোটেল কর্তৃপক্ষের কাছে ৷ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হোটেলে ফোন করে ৷ সে হুমকি দেয়, হোটেলের চার জায়গায় বোম রাখা আছে ৷ সেগুলি নিষ্ক্রিয় করতে হলে 5 কোটি টাকা লাগবে ৷ ওই ব্যক্তির বিরুদ্ধে সাহার থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে হোটেল কর্তৃপক্ষ (The famous Lalit Hotel in Mumbai threatened to blow up with a bomb) ৷
এর আগে 20 অগস্ট সন্ত্রাসবাদীদের হুমকি আসে খোদ মুম্বইয়ের পুলিশ ট্রাফিক কন্ট্রোল নম্বরের হোয়্যাটসঅ্যাপ নম্বরে ৷ জানা গিয়েছে, এই হামলার বার্তাটি পাকিস্তানের একটি নম্বর থেকে এসেছে ৷ তাতে লেখা হয়েছে, ভারতে জঙ্গি হামলা চালাবে 6 জন ৷ মুম্বই পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে ৷ এই ঘটনা 2008 সালের 26 নভেম্বরের হামলার আতঙ্ক মনে করিয়ে দেয় (Mumbai Traffic Control Room Received Terror Threat) ৷ তাছাড়া মাত্র দু'দিন আগে মহারাষ্ট্রের রায়গড়ে একটি বোট থেকে উদ্ধার হয় তিন তিনটি একে-47 । এরপর এই ঘটনা ঘিরে স্বভাবতই সতর্ক প্রশাসন ।