পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lalit Hotel Threatening মুম্বইয়ের ললিত হোটেলে বোমাতঙ্ক, ফোনে উড়িয়ে দেওয়ার হুমকি - Mumbai Attack

মুম্বইয়ের বিখ্যাত ললিত হোটেলে বোম রাখা আছে ৷ কিন্তু সেটা নিষ্ক্রিয় করে হোটেলটি বাঁচানো সম্ভব ৷ তার জন্য লাগবে কয়েক কোটি টাকা ৷ ফোন পেয়েছেন হোটেল কর্তৃপক্ষ (Lalit Hotel Threatening) ৷

Lalit Hotel Mumbai
মুম্বইয়ের ললিত হোটেল

By

Published : Aug 23, 2022, 11:35 AM IST

Updated : Aug 23, 2022, 2:18 PM IST

মুম্বই, 23 অগস্ট: বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে হোটেল ৷ এমন হুমকিই এসেছে বাণিজ্য নগরীর বিখ্যাত ললিত হোটেল কর্তৃপক্ষের কাছে ৷ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হোটেলে ফোন করে ৷ সে হুমকি দেয়, হোটেলের চার জায়গায় বোম রাখা আছে ৷ সেগুলি নিষ্ক্রিয় করতে হলে 5 কোটি টাকা লাগবে ৷ ওই ব্যক্তির বিরুদ্ধে সাহার থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে হোটেল কর্তৃপক্ষ (The famous Lalit Hotel in Mumbai threatened to blow up with a bomb) ৷

এর আগে 20 অগস্ট সন্ত্রাসবাদীদের হুমকি আসে খোদ মুম্বইয়ের পুলিশ ট্রাফিক কন্ট্রোল নম্বরের হোয়্যাটসঅ্যাপ নম্বরে ৷ জানা গিয়েছে, এই হামলার বার্তাটি পাকিস্তানের একটি নম্বর থেকে এসেছে ৷ তাতে লেখা হয়েছে, ভারতে জঙ্গি হামলা চালাবে 6 জন ৷ মুম্বই পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে ৷ এই ঘটনা 2008 সালের 26 নভেম্বরের হামলার আতঙ্ক মনে করিয়ে দেয় (Mumbai Traffic Control Room Received Terror Threat) ৷ তাছাড়া মাত্র দু'দিন আগে মহারাষ্ট্রের রায়গড়ে একটি বোট থেকে উদ্ধার হয় তিন তিনটি একে-47 । এরপর এই ঘটনা ঘিরে স্বভাবতই সতর্ক প্রশাসন ।

এক সরকারি আধিকারিক বলেন, "শুক্রবার রাত 11টা নাগাদ মুম্বইয়ের পুলিশ ট্রাফিক হেল্পলাইনের হোয়্যাটসঅ্যাপ নম্বরে একটি টেক্সট মেসেজ এসেছে ৷ কন্ট্রোল রুমটি মধ্য মুম্বইয়ের ওরলিতে অবস্থিত ৷" তিনি আরও জানান, মেসেজগুলির মধ্যে 26/11, অর্থাৎ 26 নভেম্বরের হামলার কথা উল্লেখ করা হয়েছে ৷ সেরকমই ভয়াবহ আক্রমণ করবে জঙ্গিরা ৷

আরও পড়ুন: 13 বছরেও ফিকে হয়নি মুম্বইয়ের সন্ত্রাসবাদী হামলা, টুইট অমিত শাহের

মুম্বই পুলিশের ক্রাইম বাঞ্চ এই ঘটনার তদন্ত শুরু করেছে ৷ 2008 সালের হামলায় প্রয়াত হয়েছিলেন 166 জন । প্রায় 14 বছর আগের সেই হামলায় আহত হন তিনশোরও বেশি মানুষ ৷ দেশের ইতিহাসে আজও একটি ভয়ংকর দিন হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে 2008 সালের 26 নভেম্বর ।

Last Updated : Aug 23, 2022, 2:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details