দিল্লি, 6 জানুয়ারি: আজ কৃষকদের 'চাক্কা জ্যাম' ৷ সাধারণতন্ত্র দিবসে কৃষকদের একাংশের হিংসাত্মক ঘটনার পর বাড়তি ঝুঁকি নিতে নারাজ দিল্লি পুলিশ ৷ কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানীকে ৷ কৃষকদের কর্মসূচি শুরু হবে আজ দুপুর 12 টা থেকে ৷ চলবে দুপুর 3 টে পর্যন্ত ৷ তার আগে 50 হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে শহরজুড়ে ৷ কৃষক বিক্ষোভ রুখতে মোড়ে মোড়ে তৈরি জল কামান ৷ বিক্ষোভকারী কৃষকদের 'চাক্কা জ্যাম' কর্মসূচিতে অশান্তি এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে দিল্লিতে ৷
সোশাল মিডিয়ার মাধ্যমে যাতে কোনওরকম গুজব না ছড়ায়, সেদিকেও নজর রেখেছে দিল্লি পুলিশ ৷ কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিল, কৃষকবিরোধী বাজেট, দিল্লি জুড়ে আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থার বিরুদ্ধে কৃষকদের এই অবরোধ আন্দোলন ।
দিল্লি শহরের নিরাপত্তা সুরক্ষিত করতে ইতিমধ্যে দিল্লি পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তব ৷ খতিয়ে দেখেছেন নিরাপত্তা ব্যবস্থাও ৷ দিল্লির পুলিশ কমিশনার বলেন, "বিক্ষোভকারীরা দিল্লির বিভিন্ন সীমান্তে অস্থায়ী শিবির স্থাপন করে বিক্ষোভ চালাচ্ছে ৷ সেখানে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য অন্যান্য রাজ্যের পুলিশের সঙ্গেও ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে ৷ " তিনি আরও বলেন, "কৃষকদের এই অবরোধ আন্দোলনের জেরে যাতে যান চলাচল ব্যাহত না হয়, স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত থাকে, সেই ব্যবস্থাও করা হয়েছে ৷ বিভিন্ন গুরুত্বপূর্ণ বর্ডার পয়েন্টে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে ৷ "