হিসার (হরিয়ানা), 17 অক্টোবর : 1857 সালের সিপাহী বিদ্রোহ ৷ যে যুদ্ধে ভারতীয় সৈনিকরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করেছিলেন ৷ সেটাকেই ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম যুদ্ধ হিসেবে ধরা হয় ৷ আর ওই লড়াইয়ের প্রায় একশো বছর পর স্বাধীনতা পেয়েছিল ভারত ৷ ওই যুদ্ধে হাজার হাজার ভারতীয়র প্রাণ গিয়েছিল ৷ কিন্তু সেই বিদ্রোহের জেরেই ভারতে কোম্পানির শাসন শেষ হয়েছিল ৷ যদিও বছর খানেকের মধ্যে ভারতীয় উপমহাদেশে শুরু হয়েছিল ব্রিটিশ রাজের শাসন ৷
ভারতীয় সৈনিকরা যখন ব্রিটিশ আধিকারিকদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন, তখন ক্রমশ বিভিন্ন প্রদেশে কোম্পানির শাসন তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে ৷ সেই সময় কার্যত স্বাধীন হয়ে গিয়েছিল ভারতের বেশ কিছু অংশ ৷ কিন্তু তার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন করে সংঘবদ্ধ হয় ৷ আর বিদ্রোহীদের দমন করতে শুরু করে ৷
দেশের যে অংশগুলি ওই সংক্ষিপ্ত সময়ের জন্য স্বাধীনতা পেয়েছিল, তার মধ্যে অন্যতম হরিয়ানার হিসার ৷ 1857 সালের 29 মে বিদ্রোহীরা হিসার দখল করে নেন ৷ আর ওই জায়গাকে স্বাধীন বলে ঘোষণা করেন ৷ কিন্তু তাঁদের লড়াই তার পরও চলতে থাকে ৷ হিসারে যে সমস্ত ব্রিটিশ আধিকারিকরা ছিলেন, তাঁদের হয় মেরে ফেলা হয় অথবা বন্দি করা হয় ৷ কিন্তু একজন ব্রিটিশ আধিকারিক সেখান থেকে পালাতে সক্ষম হন ৷ তিনি শীর্ষ আধিকারিকদের পুরো ঘটনার বিষয়ে জানান ৷
আরও পড়ুন :Independence Special : কেরালার পাজহাসসি রাজা সংগঠিত ব্রিটিশদের বিরুদ্ধে তির-ধনুক নিয়ে লড়াই করেছিলেন
তখন ব্রিটিশ সেনা নতুন করে নিজেদের সংগঠিত করে এবং ওই বিদ্রোহীদের দমনের পরিকল্পনা শুরু করে ৷ সেই সময় বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছিলেন আজম খান ৷ যিনি শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের পরিবারের সদস্য ছিলেন ৷ বিদ্রোহীদের কাছে ভারতীয় অস্ত্র ছিল ৷ কিন্তু ব্রিটিশ সৈন্য কামান-বন্দুক নিয়ে লড়াইয়ে নামে ৷ তাছাড়া লড়াইয়ের সময় ব্রিটিশ সৈন্যরা দুর্গের ভিতরে ছিলেন ৷ আর বিদ্রোহীরা ছিলেন বাইরে ৷