প্রয়াগরাজ, 24 ডিসেম্বর : দেশে কোভিড-19 ভ্যারিয়্যান্ট ওমিক্রনের (Omicron cases) সংখ্যা 300-র আশপাশে ৷ এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Poll) পিছিয়ে দেওয়ার অনুরোধ জানাল এলাহাবাদ হাইকোর্ট ৷ বেড়ে চলা ওমিক্রন সংক্রমণ এবং তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা মাথায় রেখে এই অনুরোধ ৷ আগামী বছরের প্রথম দিকে উত্তর প্রদেশে এই নির্বাচন হওয়ার কথা (The Allahabad High Court urges the Election Commission to delay upcoming Uttar Pradesh assembly elections by a month or two) ৷
যোগী রাজ্যে এখুনি জনসভা, মিছিল নিষিদ্ধ করা হোক ৷ আদালত এই আর্জি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নির্বাচন কমিশনের কাছে ৷ এ প্রসঙ্গে বিচারপতি শেখর যাদব (Justice Shekhar Yadav) বলেন, "যদি মিছিল বন্ধ না করা হয়, তাহলে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের থেকেও খারাপ অবস্থা হবে ৷" তিনি আরও বলেন, 'জান হে তো জাঁহা হ্যায়' অর্থাৎ, জীবন থাকলে, পৃথিবীও থাকবে ৷