পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Allahabad High Court: পিছিয়ে দিন উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন, প্রধানমন্ত্রীকে অনুরোধ এলাহাবাদ হাইকোর্টের - Uttar Pradesh Assembly Poll 2022

মানুষ প্রাণে বাঁচলে, দুনিয়াও থাকবে, জানালেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর যাদব ৷ আদালতের তরফে ওমিক্রন নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে আসন্ন উত্তর প্রদেশ নির্বাচন আপাতত স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে ৷ (The Allahabad High Court urges Election Commission to delay upcoming Uttar Pradesh assembly elections)

Uttar Pradesh Assembly Poll
উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন

By

Published : Dec 24, 2021, 8:35 AM IST

প্রয়াগরাজ, 24 ডিসেম্বর : দেশে কোভিড-19 ভ্যারিয়্যান্ট ওমিক্রনের (Omicron cases) সংখ্যা 300-র আশপাশে ৷ এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Poll) পিছিয়ে দেওয়ার অনুরোধ জানাল এলাহাবাদ হাইকোর্ট ৷ বেড়ে চলা ওমিক্রন সংক্রমণ এবং তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা মাথায় রেখে এই অনুরোধ ৷ আগামী বছরের প্রথম দিকে উত্তর প্রদেশে এই নির্বাচন হওয়ার কথা (The Allahabad High Court urges the Election Commission to delay upcoming Uttar Pradesh assembly elections by a month or two) ৷

যোগী রাজ্যে এখুনি জনসভা, মিছিল নিষিদ্ধ করা হোক ৷ আদালত এই আর্জি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নির্বাচন কমিশনের কাছে ৷ এ প্রসঙ্গে বিচারপতি শেখর যাদব (Justice Shekhar Yadav) বলেন, "যদি মিছিল বন্ধ না করা হয়, তাহলে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের থেকেও খারাপ অবস্থা হবে ৷" তিনি আরও বলেন, 'জান হে তো জাঁহা হ্যায়' অর্থাৎ, জীবন থাকলে, পৃথিবীও থাকবে ৷

আর পড়ুন : Bill Gates on Omicron: হয়ত করোনাকালের সবচেয়ে খারাপ সময়ে প্রবেশ করছি : বিল গেটস

ইতিমধ্যে, স্বাস্থ্য মন্ত্রক ওমিক্রন নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করেছে ৷ ওমিক্রনের সংক্রামিত করার ক্ষমতা ডেল্টার তুলনায় তিনগুন বেশি ৷ গতকাল দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি সকলকে 'সতর্ক আর সাবধান' থাকার বার্তা দিয়েছেন ৷ জেলা স্তর থেকে রাজ্যের সর্বত্র স্বাস্থ্য ব্যবস্থা যাতে সব সময় তৈরি থাকে, সেই নির্দেশ দিয়েছেন আধিকারিকদের ৷

ABOUT THE AUTHOR

...view details