পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kochi Human Sacrifice: খুনের পর শরীরের বিভিন্ন অংশ সেবনও করে অভিযুক্তরা, কোচির ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য সামনে

বুধবার তিন অভিযুক্তকে পেশ করা হলে আদালত 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় (Court remanded three accused to 14 days of JC) ৷ পাশাপাশি কোচির ঘটনার (Kochi Human Sacrifice case) তদন্তে নেমে পুলিশ যে নয়া তথ্য পরিবেশন করেছে তা শিরদাঁড়ায় আতঙ্কের চোরাস্রোত বইয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট ৷

Kochi Human Sacrifice
খুনের পর শরীরের বিভিন্ন অংশ সেবনও করে অভিযুক্তরা, কোচির ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য সামনে

By

Published : Oct 12, 2022, 4:38 PM IST

কোচি, 12 অক্টোবর: সমৃদ্ধি লাভের চেষ্টায় কালা জাদুর শরণাপন্ন হয়ে দুই মহিলাকে অপহরণ ৷ পরে তাঁদের শরীরের বিভিন্ন অংশ টুকরো-টুকরো করে মাটির নীচে পুঁতে দেওয়া ৷ কোচির ঘটনায় শিউরে উঠেছে দেশ (Kochi Human Sacrifice case) ৷ তবে শিহরণের এখানেই শেষ নয় ৷ ঘটনার তদন্তে নেমে যে নয়া তথ্য পরিবেশন করেছে, তা শিরদাঁড়ায় আতঙ্কের চোরাস্রোত বইয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট ৷ পুলিশ জানাচ্ছে, দুই মহিলার দেহ কেবল টুকরো করে পুঁতে দেওয়াই নয়, গুণিন মহম্মদ শফি-র নির্দেশে সেগুলো রান্না করে সেবনও করে অভিযুক্ত দম্পতি (The accused cooked and ate body parts of the victims) ৷ আদালতে পেশ করা হলে তিন অভিযুক্তকেই এদিন 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে (Court remanded three accused to 14 days of JC) ৷

বুধবার অভিযুক্তদের এর্নাকুলামের ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় ৷ আদালতে পেশ করার সময় তিন অভিযুক্ত মহম্মদ শফি এবং বগওয়াল সিং'য়ের মুখ কালো কাপড়ে ঢাকা থাকলেও আরেক অভিযুক্ত অর্থাৎ বগওয়ালের স্ত্রী লায়লার মুখ খোলাই ছিল ৷ পুলিশ জানিয়েছে এই প্রথম নয়, কালা জাদুতে বশ করে এর আগেও এক মহিলাকে বলি দেওয়ার জন্য তার ডেরায় এনেছিল শফি ৷ কিন্তু ওই মহিলা পরিবারকে শফির ঠিকানা জানিয়ে দিলে সেই পরিকল্পনা ভেস্তে যায় ৷ শিশু-সহ এক পরিবারকে একই কারণে অভিযুক্ত গুণিন ডেরায় এনেছিল বলেও খবর রয়েছে পুলিশের কাছে ৷ তবে ওই পরিবারের সঙ্গে ঠিক কী ঘটেছিল, তা সম্পর্কে এখনও অবগত নয় পুলিশ ৷

আরও পড়ুন:কালা জাদুতে সমৃদ্ধি লাভের চেষ্টা, বলি 2 মহিলাকে

প্রাথমিক তদন্তের পর কোচির পুলিশ কমিশনার নাগারাজু চাকিলাম জানিয়েছেন, বিকৃত মানসিকতাসম্পন্ন শফি নাকি একাধিক ধর্ষণের ঘটনার সঙ্গেও জড়িয়ে ৷ শফিই পুরো ঘটনার নীল নকশা সাজিয়েছিল বলেও জানিয়েছেন তিনি ৷ পুলিশ কমিশনারের কথায় কালা জাদুর শিকার দুই মহিলাকে খুনের পর তাদের শরীরে অংশগুলি অভিযুক্ত দম্পতি থিরুভালার বাড়িতে গর্ত করে পুঁতে রেখেছিল ৷ ঘটনার শিকার দুই মহিলা লটারির টিকিট বিক্রি করে দিন গুজরান করতেন বলেই খবর ৷ ডিএনএ পরীক্ষার পরেই দুই মহিলার পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারবে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details