নয়াদিল্লি, 16 জুলাই: পরীক্ষা করুন, চিহ্নিত করুন, চিকিৎসা করুন, টিকাকরণ করুন ৷ যে 6 রাজ্যে করোনা ভাইরাসকে (Coronavirus) কিছুতেই বাগে আনা যাচ্ছে না, তাদের জন্য এই দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তিনি এই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সতর্ক করে দিয়ে বলেন, কোভিডের তৃতীয় ঢেউকে আটকাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে এই রাজ্যগুলিকে ৷
আজ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, ওডিশা, মহারাষ্ট্র ও কেরালার মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে ভিডিয়ো বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জানান, গত এক সপ্তাহে কোভিড সংক্রমিতের 80 শতাংশ ও করোনায় মৃতদের 84 শতাংশই এই 6 রাজ্যের ৷ মহারাষ্ট্র ও কেরালার সংক্রমণ বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি ৷ যে সব রাজ্যে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাদের মাইক্রো-কনটেনমেন্ট জোনের উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন মোদি ৷ তিনি বলেন, "পরীক্ষা করা, চিহ্নিত করা, চিকিৎসা করা ও টিকাকরণ করা - এই কৌশলগুলি আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে ৷"
আরও পড়ুন:দেশে 6.8% কমল করোনা সংক্রমণ, আরও কমল মৃত্যু
প্রধানমন্ত্রী বলেন, "কোভিড 19 মোকাবিলায় জরুরি ভিত্তিতে 23 হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ নিজেদের স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে এই প্যাকেজকে অবশ্যই ব্যবহার করা উচিত রাজ্যগুলির ৷ পরিকাঠামোগত সমস্যাগুলি মিটিয়ে নিতে হবে ৷ গ্রামীণ এলাকাগুলির দিকেও নজর দিতে হবে ৷" সব রাজ্যের আইসিইউ-র সংখ্যা বৃদ্ধি, করোনা পরীক্ষার ব্যবস্থা করা ও অন্যান্য প্রয়োজনের জন্য অর্থ দেওয়া রয়েছে বলে দাবি করেন তিনি ৷