পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 2, 2022, 10:59 AM IST

Updated : Sep 2, 2022, 3:01 PM IST

ETV Bharat / bharat

Terrorists Shot Migrant Worker: পুলওয়ামায় বাংলার পরিযায়ী শ্রমিককে গুলি জঙ্গিদের

পুলওয়ামায় এ রাজ্যের এক পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালালো জঙ্গিরা (Terrorists Open Fire Upon West Bengal Migrant Worker) ৷ তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷

terrorists-open-fire-upon-west-bengal-migrant-worker-in-pulwama
terrorists-open-fire-upon-west-bengal-migrant-worker-in-pulwama

পুলওয়ামা, 2 সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালালো জঙ্গিরা (Terrorists Open Fire Upon West Bengal Migrant Worker) ৷ কাশ্মীরের পুলওয়ামা জেলার উগারগুন্দ এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ মণিরুল ইসলাম নামে পশ্চিমবঙ্গের বাসিন্দা ওই পরিযায়ী শ্রমিককে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক ৷ হামলার পরেই পুলিশ ও সেনার তরফে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে ৷ হামলাকারী জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে ৷

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, এ দিন সকালে সশস্ত্র জঙ্গিরা পশ্চিমবঙ্গের বাসিন্দা পরিযায়ী শ্রমিক মণিরুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গুলির তাঁকে উদ্ধার করে পুলওয়ামা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা দ্রুত তাঁর শরীর থেকে গুলি বের করেন ৷ আপাতত ওই পরিযায়ী শ্রমিকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে পুলওয়ামা জেলা হাসপাতাল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন:পুলওয়ামা এনকাউন্টারে পরিযায়ী শ্রমিক হত্যায় জড়িত দুই জঙ্গি নিকেশ

তবে, জঙ্গিদের এখনও চিহ্নিত করা যায়নি ৷ ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ ও আধাসেনার তরফে তল্লাশি চালানো হচ্ছে ৷ পুলিশের অনুমান জঙ্গিরা মণিরুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালানোর পর, কাছাকাছি কোনও বাড়িতে আত্মগোপন করেছে ৷ কারণ, ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলায় জঙ্গিরা সেখান থেকে পালাতে পারেনি বলেই পুলিশের অনুমান ৷ প্রসঙ্গত, গত মাসে বিহারের এক পরিযায়ী শ্রমিক জঙ্গি হামলায় মারা যান ৷ শুধু তাই নয়, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার গাদুরা গ্রামে ওঅ হামলায় বিহারের আরও দুই পরিযায়ী শ্রমিক আহচ হন ৷ তাঁদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে ছিল জঙ্গিরা ৷ তবে, উপত্যকায় বারবার পরিযায়ী শ্রমিকদের উপরে হামলার ঘটনায় চিন্তা বেড়েছে পুলিশ প্রশাসনের ৷

আরও পড়ুন:পরিযায়ী শ্রমিক হত্যায় জড়িত জঙ্গিদের খতম করল কাশ্মীর পুলিশ

Last Updated : Sep 2, 2022, 3:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details