পুলওয়ামা, 2 সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালালো জঙ্গিরা (Terrorists Open Fire Upon West Bengal Migrant Worker) ৷ কাশ্মীরের পুলওয়ামা জেলার উগারগুন্দ এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ মণিরুল ইসলাম নামে পশ্চিমবঙ্গের বাসিন্দা ওই পরিযায়ী শ্রমিককে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক ৷ হামলার পরেই পুলিশ ও সেনার তরফে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে ৷ হামলাকারী জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে ৷
জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, এ দিন সকালে সশস্ত্র জঙ্গিরা পশ্চিমবঙ্গের বাসিন্দা পরিযায়ী শ্রমিক মণিরুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গুলির তাঁকে উদ্ধার করে পুলওয়ামা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা দ্রুত তাঁর শরীর থেকে গুলি বের করেন ৷ আপাতত ওই পরিযায়ী শ্রমিকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে পুলওয়ামা জেলা হাসপাতাল কর্তৃপক্ষ ৷