শ্রীনগর, 5 নভেম্বর: অশান্তি এবং রক্তপাত থামার কোনও লক্ষণই নেই উপত্যকায় । এবার কাশ্মীরে একটি হাসপাতাল চত্বরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধল জঙ্গিদের । তাতে এক ব্যক্তি গুরুতর জখন হয়েছেন । কিন্তু জঙ্গিদের নাগালই পায়নি সেনা । ভিড়ের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে তারা ।
শুক্রবার শ্রীনগরের বেমিনায় ‘শের-ই কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস শ্রীনগর’ (স্কিমস) চত্বরে এই ঘটনা ঘটে ৷ শুরুতে যদিও শ্রীনগর পুলিশ জানায়, গুলি বিনিময় নয়, হাত ফস্কে গুলি বেরিয়ে গিয়েছে ৷ উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই ৷
আরও পড়ুন:Fuel Price: উপনির্বাচনে ধাক্কার জের, পেট্রল-ডিজেলের শুল্ক হ্রাস নিয়ে মোদি-শাহকে কটাক্ষ বিরোধীদের
কিন্তু বেশ কিছুক্ষণ পরও গুলির শব্দ বন্ধ না হওয়ায় শ্রীনগর পুলিশের তরফে টুইটারে বিবৃতি দিয়ে বলা হয়, ‘বেমিনার স্কিমস হাসপাতালে কিছুক্ষণ দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে ৷ কিন্তু এলাকায় মানুষের ভিড় থাকায়, চোখে ধুলো দিয়ে পালিয়েছে জঙ্গিরা ৷’
নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় চলাকালীন এক ব্যক্তি জখম হন ৷ তাঁর চিকিৎসা চলছে ৷ পলাতক জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এলাকায় ৷ হাসপাতাল চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷
আরও পড়ুন:India-Pakistan: পাকিস্তানের আকাশপথে ভারতীয় বিমান চলাচলের অনুরোধ জানাল ভারত
অনুচ্ছেদ 370 বাতিলের পর সম্প্রতি উপত্যকা সফরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ভোট মিটলে উপত্যকাকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে সেখানে প্রতিশ্রুতি দেন তিনি । তখন থেকেই একের পর এক নাশকতামূলক ঘটনা ঘটে চলেছে কাশ্মীরে । সম্প্রতি উপত্যকায় পরিযায়ী শ্রমিক এবং সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করেও হামলা হয় । তার পর এ দিন শ্রীনগরের বুকে গুলি বিনিময় হল । তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে 50 কোম্পানি সেনা মোতায়েন করা হয়েছে ।