চণ্ডীগড়, 20 নভেম্বর: জঙ্গি হরবিন্দর সিং ওরফে রিনডার মৃত্যু হয়েছে ৷ শনিবার পাকিস্তানের লাহোরে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ সিধু মুসেওয়ালার খুনে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ৷ তবে ঠিক কীভাবে তার মৃত্যু হল, তা স্পষ্ট নয় ৷ একটি সূত্রের দাবি, সে কিডনি সংক্রান্ত রোগে ভুগছিল । তাছাড়া অতিরিক্ত মাদক সেবনের ফলে তার মৃত্যু হয় ৷ কয়েকটি সংবাদমাধ্যমে অবশ্য জানানো হয়েছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে ৷ এরপর বিমবিহা গ্রুপ সোশাল মিডিয়ায় দাবি করেছে, তারা সিধু মুসেওয়ালার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে ৷
সামাজিক মাধ্যমে বামবিহা গ্যাং হরবিন্দর সিংয়ের মৃত্য়ুর দায় স্বীকার করেছে (Bambiha gang has claimed responsibility for Rinda's death on social media) ৷ তারা জানিয়েছে, রিনডা পাকিস্তানে বেশ গুছিয়ে বাস করছিল ৷ কিন্তু সে শত্রুপক্ষের গ্যাংয়ের সঙ্গে মিশে যায় ৷ বামবিহার আরও দাবি, রিনডা মুসেওয়ালার খুনে (Sidhu Moosewala Murder) লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রারের সঙ্গে জোট বেঁধেছিল ৷ পঞ্জাব এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও রিনডার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ৷