পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে খুনের হুমকি পান্নুনের - ভগবন্ত মান

Gurpatwant Singh Pannun: ফের হুমকি দিলেনে খালিস্তানপন্থী জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন ৷ এবার তিনি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে খুনের হুমকি দিয়েছেন ৷ সম্প্রতি এক ভিডিয়োবার্তায় তিনি এই হুমকি দেন বলে জানা গিয়েছে ৷

Gurpatwant Singh Pannun
Gurpatwant Singh Pannun

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 5:27 PM IST

চণ্ডীগড়, 16 জানুয়ারি: ফের হুমকি দিলেন শিখস ফর জাস্টিস বা এসএফজে প্রধান গুরপতবন্ত সিং পান্নুন ৷ সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো ও পাঞ্জাবে যুবকদের উস্কানি দেওয়ায় অভিযুক্ত এবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে হত্যার হুমকি দিয়েছেন । পান্নুন পঞ্জাবের গ্যাংস্টারদের তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলে একটি নতুন ভিডিয়ো প্রকাশ করেছেন । সেখানে তিনি আগামী 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পরিবেশ নষ্ট করার হুমকি দিয়েছেন ।

ওই ভিডিয়োতে পান্নুন পঞ্জাবের আইনশৃঙ্খলার উন্নতির জন্য পঞ্জাব পুলিশের প্রচেষ্টাকে ভুল বলে সমালোচনা করেছেন । ভিডিয়োতে পান্নুন পুলিশের সাম্প্রতিক এনকাউন্টার সম্পর্কে কথা বলছেন ৷ আর পঞ্জাব ও বিদেশে জেলে থাকা গ্যাংস্টারদের তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলছেন । শুধু তাই নয়, পান্নুন পঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রশাসনের তরফে করা পদক্ষেপগুলিকে ভুল বলে অভিহিত করেছেন ।

পান্নুনের বক্তব্য, পঞ্জাব পুলিশ যুবকদের বিরুদ্ধে অপরাধ করছে ৷ তারপরে তাঁদের এনকাউন্টার করা হচ্ছে । পুলিশ যুবকদের গুন্ডা ঘোষণা করে জেলে নিয়ে যাচ্ছে । এর জন্য তিনি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের সঙ্গে তুলনা করেছেন ৷ ভগবন্তকে আজকের বিয়ন্ত সিং বলেছেন ৷ তাঁর আরও দাবি, পঞ্জাবের যুবকদের বিপথে পাঠাচ্ছেন ভগবন্ত মান ৷

পাশাপাশি পঞ্জাবের ডিজিপি গৌরব যাদবকে নিয়েও মন্তব্য করেছেন পান্নুন । ওই ভিডিয়োতে পান্নুন আরও বেশি সংখ্যক যুবককে তাঁর সঙ্গে যোগ দিতে বলেছেন ৷ আর বলেছেন, 26 জানুয়ারি যেখানেই মুখ্যমন্ত্রী ভগবন্ত মান পতাকা উত্তোলন করবেন, সেখানেই তাঁকে আক্রমণ করা উচিত ।

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার নানা বিষয়ে হুমকি দিয়েছেন পান্নুন ৷ প্রতিবারই মূলত ভিডিয়োবার্তার মাধ্যমে তিনি হুমকি দিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. খালিস্তানপন্থী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন খুনের চক্রান্তে যুক্ত নিখিল গুপ্তা ! অভিযোগ আমেরিকার
  2. শীতকালীন অধিবেশনের মাঝেই সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি পান্নুনের
  3. ' ভারতে বিশ্বকাপ ফাইনালের দিন বিশ্ব সন্ত্রাসের খেলা দেখবে ', হুমকি বিচ্ছিন্নতাবাদী শিখ নেতার

ABOUT THE AUTHOR

...view details