পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

7 জানুয়ারি পর্যন্ত ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান চলাচল বন্ধ - মেয়াদ বাড়ল ভারত ব্রিটেনের বিমান চলাচলের নিষেধাজ্ঞা

ভারতে কোরোনার নতুন স্ট্রেন পাওয়া গেছে 20 জনের শরীরে । তারা প্রত্যেকেই ব্রিটেন থেকে ফিরেছেন । এই পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ।

7 জানুয়ারি পর্যন্ত ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান চলাচল বন্ধ
7 জানুয়ারি পর্যন্ত ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান চলাচল বন্ধ

By

Published : Dec 30, 2020, 11:18 AM IST

Updated : Dec 30, 2020, 1:12 PM IST

দিল্লি, 30 ডিসেম্বর : 7 জানুয়ারি পর্যন্ত ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান চলাচলে নিষেধাজ্ঞা । কোরোনার নতুন স্ট্রেনকে মোকাবিলা করতে আজ এমনই পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার । কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরী টুইট করে জানিয়েছেন, "বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল 7 জানুয়ারি 2021 পর্যন্ত । স্বল্প মেয়াদি নিষেধাজ্ঞা জারি করা হল ।" এর আগে 23 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি ছিল ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইতিমধ্যেই ব্রিটেন ফেরত 20 জনের শরীরে কোরোনার নতুন স্ট্রেনের হদিস পাওয়া গেছে । গতকাল পর্যন্ত 6 জনের শরীরে নতুন স্ট্রেন ছিল । গত 24 ঘণ্টায় আরও 14 জন নতুন স্ট্রেনে আক্রান্ত । প্রত্যেককে রাজ্য সরকারের তরফে আইসোলেশনে রাখার বন্দোবস্ত করা হয়েছে । পরিবারের সদস্যদের কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : রাজ্যে এক, দেশে কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্ত 20 জন

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছে, নতুন স্ট্রেনে আক্রান্তদের সহযাত্রী, পরিবার কিংবা সংস্পর্শে আসা ব্যক্তিদের তল্লাশি চলছে । তাদের নমুনা সংগ্রহ করা হবে । পরিস্থিতি নজরে রাখা হচ্ছে । এলাকাগুলিতে প্রশাসনিক নজরদারি শুরু হয়েছে ।

আরও পড়ুন : ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে

চলতি বছরের সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে কোরোনার নতুন স্ট্রেনের প্রথম হদিস মেলে । দ্রুত ছড়িয়ে পড়ে ব্রিটেনের বিভিন্ন জায়গায় এবং লন্ডনে । ইতিমধ্যেই সংক্রমিত হয়েছে ডেনমার্ক, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইট্যালি, সুইডেন, ফ্রান্স, স্পেন, সুইৎজ়ারল্যান্ড, জার্মান, কানাডা, জাপান, লেবানন, সিঙ্গাপুরে । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বিদেশ থেকে ভারতে আগত যাত্রীদের মধ্যে 5 শতাংশের শরীরে এই নতুন স্ট্রেনের হদিস মিলছে ।

Last Updated : Dec 30, 2020, 1:12 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details