হায়দরাবাদ, 19 এপ্রিল : করোনা আক্রান্ত তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ রাজ্য়ের মুখ্যসচিব একটি বিবৃতি দিয়ে একথা জানান ৷ কিন্তু এমন সময় মুখ্যমন্ত্রী আক্রান্ত হলেন, যখন রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷
করোনা আক্রান্ত তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী - তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও
19:05 April 19
করোনা আক্রান্ত তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী
রাজ্যের মুখ্যসচিব জানান, মুখ্যমন্ত্রীর মৃদু লক্ষণ ছিল ৷ এরাভেলিতে তাঁর বাগান বাড়িতে আপাতত আইসোলেশনে আছেন তিনি ৷ চিকিৎসকদের একটি দল তাঁর পর্যবেক্ষণ করছেন ৷
তেলাঙ্গানায় 17 এপ্রিল রাত 8টা থেকে 18 এপ্রিল রাত 8 টা পর্যন্ত মোট 4 হাজার 9 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ সংখ্যাটা আগের 5 হাজার 93 জন থেকে কমে হয়েছে ৷ তবে কর্তৃপক্ষ টেস্টের সংখ্যাও কমিয়েছে ৷
গত 24 ঘণ্টায় তেলাঙ্গানায় মোট 83 হাজার 89 টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে ৷ যদিও আগের দিনে স্যাম্পেল টেস্টের সংখ্যাটি ছিল 1 লাখ 29 হাজার 637টি ৷ রাজ্যের প্রায় সমস্ত দিক থেকে করোনা আক্রান্তের সংখ্য়া বাড়ছে ৷ তবে সবথেকে খারাপ অবস্থা গ্রেটার হায়দরাবাদ ও তার পার্শ্ববর্তী এলাকা ৷ এছাড়া মহারাষ্ট্র সংলগ্ন এলাকাগুলিতেও করোনা পরিস্থিতি খারাপ ৷