টুপরান (তেলেঙ্গানা), 4 নভেম্বর:বায়ুসেনারপ্রশিক্ষণের একটি হেলিকপ্টার ভেঙে পড়ল তেলেঙ্গানায় ৷ এই ঘটনায় দু'জন পাইলটের মৃত্যু হয়েছে ৷ আজ সকাল সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মেডক জেলার টুপরান পৌর এলাকার শহরতলি হিসেবে পরিচিত রাভেলিতে ৷
বায়ুসেনার হেলিকপ্টারটি হায়দরাবাদ থেকে আসছিল ৷ সেটি ভেঙে পড়ার পর বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা ৷ তাঁরাই পুলিশকে খবর দেন । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে । ট্রেনিং হেলিকপ্টারটি ভেঙে পড়ার পর তাতে আগুন লেগে যাওয়ায় দু'জন পাইলটের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷
যে দুই জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন ৷ সূত্র মারফৎ জানা গিয়েছে যে, হেলিকপ্টারটি ভেঙে পড়ার সময় তার মধ্যে এই দুই জন ছিলেন ৷ দুন্ডিগালে এয়ার ফোর্স অ্যাকাডেমি (এএফএ) থেকে ওড়ার পর কপ্টারটি দুর্ঘটনার মুখে পড়ে । আর সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায় ৷ ঘটনাস্থলে হেলিকপ্টারের পোড়া দেহাবশেষ মিলেছে ৷