হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর : বিজেপি (BJP) থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক টি রাজা সিংকে (T Raja Singh) গ্রেফতারির প্রতিবাদে শনিবার বনধের ডাক দিয়েছে তার অনুগামীরা ৷ তেলঙ্গানার (Telangana) গোশামহল বিধানসভা এলাকায় চলছে এই বনধ ৷ সেই কারণে তেলঙ্গানা পুলিশের তরফে ওই এলাকায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ৷
এই বনধ ডেকেছে শ্রীরাম যুব সেনা (Sriram Yuva Sena) ৷ টি রাজা সিংয়ের বিরুদ্ধে পুলিশ প্রিভেন্টিভ ডিটেনশন আইনও (Preventive Detention Act) প্রয়োগ করেছে ৷ তার বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছে এই সেনা ৷
পুলিশের আশঙ্কা, এই বনধকে কেন্দ্র গোলমাল হতে পারে ৷ তাই স্থানীয় বেগম বাজার, গোশামহল, মঙ্গলহাট ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ৷ যদিও বনধের কারণে এদিন এলাকায় অধিকাংশ দোকানপাট বন্ধই ছিল ৷ টিম্বার মার্চেন্স অ্যান্ড শ মিলারস অ্যাসোসিয়েশন আগেই বনধে দোকান বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল ৷
তবে কেউ যদি দোকান খোলা রাখেন আর সেই দোকান যদি জোর করে বন্ধ করার চেষ্টা করা হয়, তাহলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ৷ তাই এলাকার পরিস্থিতির দিকে পুলিশের কড়া নজরদারি চলছে ৷