হায়দরাবাদ, 22 জানুয়ারি:শীর্ষ আইএএস অফিসার স্মিতা সবরওয়ালের (Smita Sabharwal) বাড়িতে মাঝরাতে অনুপ্রবেশের (Official Intrudes into IAS House) অভিযোগে গ্রেফতার হলেন তেলাঙ্গানা সরকারের এক আধিকারিক (Telangana officials breaks into house)৷ যদিও তাঁর দাবি যে, পরিষেবা সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করতেই মাঝরাতে ওই আইএএস অফিসারের বাড়িতে গিয়েছিলেন তিনি ৷ রবিবার এ কথা জানিয়েছে পুলিশ (Telangana News)৷
মাঝরাতে আইএএস-এর বাড়িতে ডেপুটি তহসিলদার: বৃহস্পতিবার রাতে স্মিতা সবরওয়ালের বাড়িতে অনুপ্রবেশ করেন ডেপুটি তহসিলদার আনন্দ রেড্ডি ৷ তাঁকে মাঝরাতে বাড়িতে দেখে সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীদের ডাকেন ওই আইএএস অফিসার ৷ খবর দেন পুলিশে ৷ রক্ষীরা গিয়ে ধরে ফেলেন ওই সরকারি আধিকারিককে ৷ স্মিতা সবরওয়াল টুইটে জানিয়েছেন, "রাতে যখন একজন অনুপ্রবেশকারী আমার বাড়িতে ঢুকে পড়ে তখন সবচেয়ে হতাশাজনক অভিজ্ঞতা হয়েছে ৷ উপস্থিত বুদ্ধির জোরে নিজেকে রক্ষা করি ৷ পাঠ: আপনি যতই নিজেকে নিরাপদ বলে মনে করুন না কেন – সর্বদা ব্যক্তিগতভাবে দরজা/তালা পরীক্ষা করুন । #জরুরি অবস্থায় 100 ডায়াল করুন ৷"
সরকারি আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের: আইএএস অফিসারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 458 নং ধারায় ডেপুটি তহসিলদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷ জুবিলি হিলস থানার একজন পুলিশ আধিকারিক পিটিআইকে এ কথা জানিয়েছেন । আঘাত, আক্রমণ বা অন্যায়ভাবে রাতে লুকিয়ে থাকা, অনুপ্রবেশ বা ঘর ভাঙার ক্ষেত্রে ওই ধারায় মামলা দায়ের করা হয় ৷