পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Man Stuck in Rocks: ফোন বাঁচাতে গিয়ে পাথরের মাঝে আটকে গেলেন যুবক, 42 ঘণ্টার চেষ্টায় উদ্ধার - তেলাঙ্গানার খবর

ফোন বাঁচাতে গিয়ে পাথরের মাঝে আটকে পড়লেন তেলাঙ্গানার এক ব্যক্তি (Man Stuck in Rocks)৷ 42 ঘণ্টা পর (Man rescued after 42 hours) তাঁকে উদ্ধার করা হয় (Telangana news)৷

Telangana man stuck in rocks chasing phone rescued after 42 hours
ফোন বাঁচাতে গিয়ে পাথরের মাঝে আটকে গেলেন যুবক, 42 ঘণ্টার চেষ্টায় উদ্ধার

By

Published : Dec 15, 2022, 7:47 PM IST

হায়দরাবাদ, 15 ডিসেম্বর:42 ঘণ্টারও বেশি সময় ধরে পাথরের ফাঁকে আটকে থাকার পর উদ্ধার করা হল এক ব্যক্তিকে (Man Stuck in Rocks)। তেলাঙ্গানার কামারেডি জেলার ঘটনা (Telangana news)৷ দীর্ঘ উদ্ধার অভিযানের পর শাদা রাজুকে নিরাপদে বের (Man rescued after 42 hours) করে আনেন উদ্ধার কর্মীরা । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ডাক্তাররা জানিয়েছেন যে তাঁর অবস্থা এখন স্থিতিশীল ৷

পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, দুর্ঘটনাবশত তাঁর ফোনটি হাত থেকে পিছলে গিয়েছিল রাজুর ৷ সেটি উদ্ধার করতে গিয়ে নিজেও পড়ে যান তিনি এবং পাথরের মাঝে আটকে পড়েন ৷ মঙ্গলবার থেকে পাথরের মাঝে আটকে থাকার পর বৃহস্পতিবার তাঁকে উদ্ধার করা হয় ৷ তবে তাঁর শরীরের একটা হাড়ও ভাঙতে হয়নি । রাজুকে পাথরের মাঝখান থেকে বের করার জন্য পাথরের মধ্যে ফাঁক তৈরি করতে হত ৷ সে জন্য সাতটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটান উদ্ধারকারীরা ৷

বন, পুলিশ, দমকল, রাজস্ব এবং স্বাস্থ্য বিভাগের দলগুলি ইয়েল্লারেডি জঙ্গল এলাকায় দুটি বিশাল পাথরের মধ্যে আটকে থাকা রাজুকে নিরাপদে বের করার জন্য ওভারটাইম কাজ করেন । কর্তৃপক্ষ পাথর সরানোর জন্য চারটি জেসিবি নিয়ে যায় ঘটনাস্থলে ৷ একজন উদ্ধারকর্মী জানান, রাতভর অভিযান অব্যাহত ছিল । রাজুর হাত আর পা-টি শুধু বাইরে থেকে দৃশ্যমান ছিল এবং তাঁকে সাহায্যের জন্য চিৎকার করতে শোনা গিয়েছে । উদ্ধারকাজের তদারককারী আধিকারিকরা ওই ব্যক্তিকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে গিয়েছেন ।

আরও পড়ুন:অমিতাভকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন মমতা

পাথরের মাঝে সামান্য যে ফাঁক ছিল তা দিয়ে ওআরএস ও জল রাজুর কাছে পাঠান উদ্ধারকারীরা । রাজুকে উদ্ধারের অপেক্ষায় ছিলেন তাঁর উদ্বিগ্ন আত্মীয়-পরিজনেরা ৷ তাঁরা বলেন, যেহেতু তিনি মঙ্গলবার বাড়ি ফেরেননি এবং তাঁর মোবাইল ফোনটিও বন্ধ ছিল, তাই তাঁরা রাজুকে খুঁজতে শুরু করেন ৷ খুঁজতে গিয়ে তাঁরা দেখতে পান ওই এলাকায় পাথরের ফাঁকে আটকে রয়েছেন রাজু ৷ প্রথমে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন ৷ এরপর তাঁরা পুলিশে খবর দেন ৷

ABOUT THE AUTHOR

...view details