পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লকডাউন নিয়ে 48 ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, তেলাঙ্গানা সরকারকে জানাল হাই কোর্ট - Telangana Government

তেলাঙ্গানা সরকারকে 48 ঘণ্টার সময়সীমা বেঁধে দিল ওই রাজ্যের হাই কোর্ট৷ আদালতের নির্দেশ, এই সময়ের মধ্যে লকডাউন নিয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে ওই রাজ্যের সরকারকে৷

লকডাউন নিয়ে 48 ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, তেলাঙ্গানা সরকারকে জানাল হাই কোর্ট
লকডাউন নিয়ে 48 ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, তেলাঙ্গানা সরকারকে জানাল হাই কোর্ট

By

Published : Apr 19, 2021, 6:44 PM IST

Updated : Apr 19, 2021, 9:51 PM IST

হায়দরাবাদ, 19 এপ্রিল : তেলাঙ্গানা সরকারকে 48 ঘণ্টার সময়সীমা বেঁধে দিল ওই রাজ্যের হাই কোর্ট ৷ আদালতের নির্দেশ, এই সময়ের মধ্যে লকডাউন অথবা কারফিউ নিয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে ওই রাজ্যের সরকারকে ৷

আদালত জানিয়ে দিয়েছে যে সরকার যদি এই বিষয়ে কোনও সিদ্ধান্ত না নেয়, তাহলে আদালতই এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেবে ৷ একই সঙ্গে আদালত একগুচ্ছ নির্দেশ দিয়েছে তেলাঙ্গানা সরকারকে ৷ আর সম্পূর্ণ রিপোর্ট দিতে বলা হয়েছে ওই রাজ্যের সরকারকে ৷

তেলাঙ্গানায় গত 24 ঘণ্টায় 4009 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ আর 14 জনের মৃত্যু হয়েছে ৷ ফলে এই নিয়ে উদ্বিগ্ন সবপক্ষই ৷ আর আদালত বিভিন্ন জায়গায় জমায়েত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ৷

আরও পড়ুন :উত্তরপ্রদেশের 5 জেলায় আজ রাত থেকে লকডাউনের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

এই মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার ৷ সেদিনই তেলাঙ্গানা সরকারকে ওই রাজ্যের হাই কোর্টের কাছে রিপোর্ট জমা দিতে হবে ৷

Last Updated : Apr 19, 2021, 9:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details