হায়দরাবাদ, 24 এপ্রিল:মার্গদর্শী চিট ফান্ডের হিসেব পরীক্ষা সংক্রান্ত মামলায় তেলেঙ্গানা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল অন্ধ্রপ্রদেশ সরকারকে ৷ এই চিটফান্ডের হিসেব পরীক্ষার জন্য অন্ধ্র সরকারের তরফে যে বেসরকারি অডিটর নিয়োগ করা হয়েছে, তার আইনি কোনও বৈধতা নেই বলে মন্তব্য করেছে তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি মুম্মিনেনি সুধীর কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ ৷ মার্গদর্শী চিট ফান্ডের বিরুদ্ধে অডিট প্রক্রিয়ায় 20 এপ্রিল স্থগিতাদেশও জারি করেছে হাইকোর্ট ৷
উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশ সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিল মার্গদর্শী চিট ফান্ড ৷ সেই আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট জানিয়েছে, মার্গদর্শী চিট ফান্ডের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশের কমিশনার আ্যান্ড ইনস্পেক্টর জেনেরাল অফ স্ট্যাম্পস আ্যান্ড রেজিস্ট্রেশন বেসরকারি চিট অডিটর নিয়োগের যে নির্দেশ দিয়েছিলেন, সেই এক্তিয়ার তাঁর নেই ৷ আদালত জানিয়েছে, 1982 সালের চিটফান্ডস অ্যাক্টের 61 নং ধারার 4 নম্বর উপধারার আওতায় মার্গদর্শী চিট ফান্ডের বিরুদ্ধে এই অডিট প্রক্রিয়া চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, সেই নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই কমিশনার আ্যান্ড ইনস্পেক্টর জেনেরাল অফ স্ট্যাম্পস আ্যান্ড রেজিস্ট্রেশনের ৷