পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Telangana Governor: বিমানে অসুস্থ সহযাত্রী, স্টেথোস্কোপ নিয়ে সাহায্যে এগিয়ে গেলেন তেলেঙ্গানার রাজ্যপাল - Telangana Governor Steps In With Stethoscope to help co passenger

শুক্রবার মধ্যরাতে ইন্ডিগোর বিমানে দিল্লি থেকে হায়দরাবাদে ফিরছিলেন 1994 ব্যাচের আইপিএস অফিসার কৃপানন্দ ত্রিপাঠি উজেলা ৷ হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি ৷ ওই বিমানেই ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল, যিনি নিজেও একজন চিকিৎসক (Telangana Governor Steps In With Stethoscope to help co passenger) ৷

Telangana Governor গin flight
বিমানে অসুস্থ সহযাত্রীর সাহায্যে তেলেঙ্গানার রাজ্যপাল

By

Published : Jul 24, 2022, 8:09 PM IST

অমরাবতী, 24 জুলাই: বিমান তখন মাঝ আকাশে ৷ হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন এক যাত্রী ৷ আর তাঁকে দেখে স্টেথোস্কোপ হাতে সাহায্যে এগিয়ে এলেন ওই একই বিমানে সফররত তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজন ৷ তাঁর তৎপরতাতেই প্রাণ বাঁচাল সহযাত্রীর (Telangana Governor Steps In With Stethoscope to help co passenger) ৷

জানা গিয়েছে, যে সহযাত্রীর প্রাণ তেলেঙ্গানার রাজ্যপাল বাঁচিয়েছেন তিনি একজন আইপিএস অফিসার ৷ নাম কৃপানন্দ ত্রিপাঠি উজেলা ৷ তিনি ডেঙ্গিতে আক্রান্ত বলে জানা গিয়েছে ৷ শুক্রবার মধ্যরাতে ইন্ডিগোর বিমানে দিল্লি থেকে হায়দরাবাদে ফিরছিলেন 1994 ব্যাচের আইপিএস অফিসার কৃপানন্দ ৷ ওই বিমানেই ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল ৷ তিনি নিজেও একজন চিকিৎসক ৷

আরও পড়ুন: প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বাংলার আদিবাসী শিল্পীরা

মাঝ আকাশেই কৃপানন্দ জানান তাঁর অস্বস্তি লাগছে ৷ বিষয়টি জানতে পেরেই তাঁকে সাহায্য করতে এগিয়ে যান তেলেঙ্গানার রাজ্যপাল ৷ পরে সংবাদসংস্থাকে ওই ব্যক্তি জানিয়েছেন, "ম্যাডাম গভর্নর আমার প্রাণ বাঁচিয়েছেন ৷ তিনি মায়ের মতো আমায় সাহায্য করেছেন ৷ তা না হলে আমি হাসপাতাল পর্যন্ত পৌঁছতে পারতাম না ৷" বর্তমানে হায়দরাবাদের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি ৷

ABOUT THE AUTHOR

...view details