হায়দরাবাদ, 18 মে : করোনা নিয়ন্ত্রণে তেলাঙ্গানায় বাড়ল লকডাউনের সময়সীমা ৷ 30 মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তেলাঙ্গানা সরকার ৷ গত 12 মে 10 দিনের জন্য সম্পূর্ণ এবং কড়া লকডাউন ঘোষণা করা হয়েছিল ৷
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে তেলাঙ্গানায় প্রথমে নাইট কার্ফু চালু করা হয় ৷ এরপর 12 মে থেকে 21 মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছিল ৷ এই পর্বে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত দোকান বাজার খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে ৷ আজ লকডাউনের সময়সীমা বাড়িয়ে 30 মে করা হল ৷ 10 মে লকডাউন ঘোষণার আগে রাজ্যটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের উপরে ছিল ৷ লকডাউন ঘোষিত হওয়ার তিনদিনের মধ্যে আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজারে নেমে আসে ৷ বর্তমানে সংখ্য়াটা আরও কম ৷