পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Telangana Crisis: বাজেট পেশের জন্য রাজ্যপালের অনুমতি পেতে হাইকোর্টের দ্বারস্থ তেলাঙ্গানা সরকার - তেলাঙ্গানা সরকার

চলতি অর্থবছরের বাজেট পেশের জন্য রাজ্যপালের অনুমতি পেতে তেলাঙ্গানা হাইকোর্টের (Telangana Crisis) দ্বারস্থ হল কেসিআর সরকার (Telangana Government)৷

Telangana government ETV Bharat
তেলাঙ্গানা সরকার

By

Published : Jan 30, 2023, 5:48 PM IST

হায়দরাবাদ, 30 জানুয়ারি:যেহেতু তেলাঙ্গানার রাজ্যপাল এখনও বাজেট পেশ করার অনুমতি দেননি, তাই সে রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপের পথে হাঁটছে । এ ব্যাপারে রাজ্যপালকে নোটিশ জারি করা যায় কি না, তা দেখার আর্জি জানিয়ে বিআরএস সরকার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে (Telangana Crisis)৷ শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বিধানসভার বাজেট অধিবেশনের আগে রাজভবন এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাত একটি সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি করেছে (Telangana government approached High Court)৷

হাইকোর্টের দ্বারস্থ কেসিআর সরকার: অধিবেশনের প্রথম দিনেই বিধানসভা ও পরিষদ উভয় কক্ষে বাজেট পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Telangana Government)। সময় ঘনিয়ে আসায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তেলাঙ্গানার সরকার । এখনও পর্যন্ত রাজ্যপালের কাছ থেকে এর জন্য অনুমোদন পাওয়া যায়নি । 2023-24 বাজেট উপস্থাপনের অনুমতি দেওয়ার জন্য রাজ্যপালকে যাতে হাইকোর্ট নির্দেশ দেয় সেই আবেদন করেছে সরকার ৷

রাজ্যপালকে নোটিশ জারি করা নিয়ে আলোচনা: তেলাঙ্গানা হাইকোর্ট অ্যাডভোকেট জেনারেলকে (এজি) ভাবতে পরামর্শ দিয়েছে যে, আদালত রাজ্যপালকে নোটিশ জারি করতে পারে কি না । আদালত কি রাজ্যপালের দায়িত্বের বিচার বিভাগীয় পর্যালোচনা করতে পারে ? হাইকোর্ট সরকারকে এই প্রশ্ন করেছিল । আদালত বলে, "আপনিই বলবেন যে আদালতগুলি খুবই হস্তক্ষেপ করে ৷" হাইকোর্ট মন্তব্য করেছেন । জবাবে এজি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী দুষ্যন্ত দাভে এই মামলায় যুক্তি উপস্থাপন করবেন ।

আরও পড়ুন:সরকারকে ফেলতে ষড়যন্ত্র করছে কেন্দ্র, মোদিকে নিশানা টিআরএস-এর কবিতার

রাজ্য ও রাজ্যপালের সংঘাত: রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে অচলাবস্থা চলছে তেলাঙ্গানায় । এ বার এক অভূতপূর্ব সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে । সম্প্রতি সে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে গরহাজির থাকায় তাঁর বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ করেছেন রাজ্যপাল । ক্ষমতাসীন ভারত রাষ্ট্র সমিতির বিধান পরিষদের সদস্য আবার রাজ্যপালের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন ৷ তিনি বলেন যে, কেসিআর-এর নেতৃত্বাধীন নির্বাচিত সরকার কর্তৃক পাশ করা বিলগুলিতে বসে আছেন রাজ্যপাল ।

ABOUT THE AUTHOR

...view details