লখনউ, 19 অক্টোবর: চাকরি দেওয়ার নাম করে ডেকে দুই সহযোগীকে নিয়ে বান্ধবীকে গণধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে লখনউয়ের জানকিপুরম থানা এলাকায় ৷ নির্যাতিতা তেলেঙ্গানার বাসিন্দা ৷ পুলিশ জানতে পেরেছে, লখনউতে তাঁকে কাজের জন্য ডেকেছিল বন্ধু ৷ তারপরই সহযোগীদের সঙ্গে নিয়ে এই দুষ্কর্ম ঘটায় ৷ এই ঘটনায় যুবতি শহরের জানকিপুরম থানায় অভিযুক্তদের নামে এফআইআর করেন ৷ তার ভিত্তিতে তদন্তে নেমে তিন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷
জানকিপুরম থানার ইনচার্জ জানান, যুবতি কয়েকদিন আগে হায়দরাবাদ থেকে লখনউ আসেন ৷ তাঁর একটা চাকরির ভীষণ প্রয়োজন ছিল ৷ এই বিষয়ে তাঁর বন্ধু হায়দরাবাদের বাসিন্দা মণীশ শর্মার সঙ্গে কথা হয় ৷ সে যুবতিকে লখনউতে চাকরি দেওয়ার আশ্বাস দেয়। পাশাপাশি, দ্রুত সেখানে আসতে বলে ৷ বন্ধুর কাছ থেকে চাকরি পাওয়ার আশ্বাস পেয়েই তেলেঙ্গানা থেকে বিমানে লখনউ আসেন যুবতি ৷