হায়দরাবাদ, 27 মার্চ: আগামী সোমবার ইয়াদাদ্রি শ্রী লক্ষ্মী নরসিমহা স্বামী মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেশবচন্দ্র শেখর রাও ৷ নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করতে ইতিমধ্যেই ইয়াদাদ্রি শহরের পার্শ্ববর্তী এলাকাগুলিতে কড়া পুলিশি ব্যবস্থা মোতায়েন করা হয়েছে (Inauguration Ceremony of Revamped Yadadri Temple) ৷
বিশ্বস্ত সূত্র জানা গিয়েছে, ইয়াদাদ্রির শ্রী লক্ষ্মী নরসিমহা স্বামী মন্দিরটির সংস্কার চলছিল ৷ সেই সংস্কার কার্য শেষ হওয়ার এদিন মন্দিরে ভক্তদের প্রবেশাধিকারের অনুমতি মিলবে ৷ এদিন মন্দিরের এই উদ্বোধনী অনুষ্ঠানে ‘মহা কুম্ভ সম্প্রকাশানা’-র আয়োজন করা হয়েছে ৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্য়মন্ত্রী ৷ এদিন বিপুল পরিমাণে ভক্ত সামাগম হবে বলে অনুমান করছেন মন্দির কর্তৃপক্ষ ৷