হায়দরাবাদ, 11 মার্চ : অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর (Telangana CM KCR Hospitalized)। শুক্রবার সকালে অসুস্থ বোধ করায় হায়দরাবাদের যশোদা হাসপাতালে শারীরিক পরীক্ষা করতে যান তিনি । মেডিক্যাল অফিসার জানান, তাঁর হার্টে অ্যাঞ্জিওগ্রাম হয়েছে । অসুস্থতার জেরে তাঁর ইয়াদ্রি সফর বাতিল হয়।
Telangana CM KCR Hospitalized : হাসপাতালে ভর্তি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর - Telangana CM KCR Hospitalized
অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর (Telangana CM KCR Hospitalized)।
হাসপাতালে ভর্তি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী
এদিন যশোদা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কেসিআর গত কয়েকদিন ধরে ক্লান্ত ছিলেন এবং তাঁর বাম হাতে ব্যথা ছিল। রুটিন চেকআপ করানোর সময় এই বিষয়গুলি ধরা পড়ে ৷ এরপর অ্যাঞ্জিওগ্রাম করে জানা যায়, সেখানে কোনও ব্লক নেই। হার্টের ইসিজি এবং 2 ডি ইকো পরীক্ষার রিপোর্টও ভাল। চিকিৎসকরা জানিয়েছেন, এদিন বিকেলে বাড়ি ফিরবেন মুখ্যমন্ত্রী। সপ্তাহে কয়েকদিন তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
Last Updated : Mar 11, 2022, 3:24 PM IST