হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: ব্যক্তিগত বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছেন তেলাঙ্গানার মুখ্য়মন্ত্রী তথা টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও (Telangana CM K Chandrasekhar Rao to Buy Aircraft) ৷ তাঁর প্রস্তাবিত জাতীয় দলকে শক্তিশালী করতে টিআরএস নেতাদের দেশভ্রমণের জন্য এই ব্যক্তিগত 12 আসনের বিমান কেনা হচ্ছে ৷ এমনটাই টিআরএস এর একটি সূত্র মারফত জানানো হয়েছে ৷ দশেরার দিন তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির (Telangana Rashtra Samiti) শীর্ষনেতৃত্ব এই ছোট বিমান কেনার অর্ডার দিতে চলেছেন বলে খবর ৷ প্রসঙ্গত, ওইদিনেই জাতীয় দল গঠনের প্রস্তাবে সম্মতি জানাতে চলেছে টিআইএস শীর্ষনেতৃত্ব (K Chandrasekhar Rao to Form A National Party) ৷
টিআরএস ওই সূত্র জানিয়েছে, গতকাল অর্থাৎ, বৃহস্পতিবার জাতীয় দল গঠনের প্রক্রিয়া নিয়ে একটি বৈঠক ডাকা হয় ৷ সেখানেই জাতীয় দল গঠনের জন্য যে প্রচার অভিযান চলবে, তার জন্য মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো সহ-অন্যান্য নেতাদের যাতায়াতের জন্য 12 আসনের বিমান কেনার সিদ্ধান্ত হয়েছে (KCR to Buy Aircraft) ৷ এদিকে কে চন্দ্রশেখর রাও ইতিমধ্যে তাঁর জাতীয় দল গঠনের কর্মসূচির অংশ হিসাবে দেশের বিভিন্ন প্রান্তে প্রচার কাজ শুরু করে দিয়েছেন ৷ এ বার সেই প্রচার কাজে আরও গতি আনতে চাইছেন কেসিআর ৷ আর সেই লক্ষ্যে এ বার ব্যক্তিগত বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷