পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

KCR over Youth Death : জওয়ানের স্বপ্ন নিয়ে সেকেন্দ্রাবাদে গুলিবিদ্ধ রাকেশ, কেন্দ্রকে দায়ী করে ক্ষতিপূরণ ঘোষণা কেসিআরের - Agnipath Scheme Protest

শুক্রবার সেকেন্দ্রাবাদ স্টেশনে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলিতে মারা যান দামোদর রাকেশ ৷ তাঁর মৃত্যুতে কেন্দ্রকে দায়ী করে একহাত নিলেন বিজেপি বিরোধী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি আর (KCR over Youth Death) ৷

KCR criticizes Agnipath Scheme
রাকেশের মৃত্যুতে কেন্দ্রকে তুলোধনা করলেন কেসিআর

By

Published : Jun 18, 2022, 12:37 PM IST

হায়দরাবাদ, 18 জুন :ক্ষতিপূরণ ঘোষণা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ৷ দেশজুড়ে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলছে ৷ শুক্রবার সকালে সেকেন্দ্রাবাদ স্টেশনে ট্রেনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, বিক্ষোভে নামে চাকরি প্রার্থীরা । পরিস্থিতি সামাল দিতে পুলিশবাহিনী গুলি চালায় । তাতে মৃত্যু হয় 1 বিক্ষোভকারীর এবং গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে 15 জনকে ৷ রেলওয়ে পুলিশের গুলিতে মৃত মাত্র 23 বছর বয়সী ওই তরুণের নাম দামোদর রাকেশ বালায়িনদানা (Rakesh Balayindana) ৷

ওই তরুণের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (Telangana Chief Minister K Chandrashekhar Rao announces Rs 25 lakh ex gratia for kin of youth killed in Agnipath protest) ৷ অগ্নিপথ প্রকল্পকে কেন্দ্রের ভুল নীতি বলে উল্লেখ করে শুক্রবার তিনি একটি টুইট করেন ৷ কেসি আর লেখেন, "মুখ্যমন্ত্রী রাকেশের পরিবারকে সমবেদনা জানাচ্ছে ৷ তিনি কেন্দ্রের ভুল নীতির বলি হয়েছেন ৷ রাকেশের পরিবারকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তাঁর পরিবারের যোগ্য সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে ৷"

আরও পড়ুন : অগ্নিপথে অগ্নিগর্ভ দেশ ! বিক্ষোভ থামাতে সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে মৃত 1, আহত 15

এই মৃত্যুর জন্য কেন্দ্রকে দায়ী করে বিজেপি-বিরোধী মুখ্যমন্ত্রীর অফিস টুইট করেছে, "রাকেশ বালাইনদানার মৃত্যুতে দুঃখ প্রকাশ করছেন মুখ্য়মন্ত্রী ৷ তিনি কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জন্য মারা গিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকার তেলেঙ্গানার সন্তানদের রক্ষা করবে ৷" এর সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে অগ্নিপথস্কিম (#AgnipathScheme) লেখা হয়েছে ৷

মৃত দামোদর রাকেশের স্বপ্ন ছিল, তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেবেন ৷ ওয়ারাঙ্গল জেলার দাবির পেটা গ্রামে বাবা-মায়ের সঙ্গে থাকতেন তরুণ ৷ হনুমাকোন্ডা শহরে একটি কলেজে স্নাতকের চূড়ান্ত বর্ষের পড়াশোনা করছিলেন রাকেশ ৷ ছ'মাস আগে সেনাবাহিনীতে নিয়োগের শারীরিক পরীক্ষায় পাশ করেন রাকেশ ৷ লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন ৷ তাঁর পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে রাকেশ হায়দরাবাদে আসেন ৷ বাড়িতে তিনি জানান, সেনা অফিসে তাঁর কিছু কাজ আছে ৷

সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে রাকেশ জানতে পারেন যে কয়েকজন অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদের পরিকল্পনা করছেন ৷ তাই তিনি বৃহস্পতিবার রাতটা সেকেন্দ্রাবাদেই কাটান ৷ শুক্রবার সকালে আর্মি রিক্রুটমেন্ট বোর্ডেও যান ৷ সেখানে কোনও বিক্ষোভ দেখতে না পেয়ে সেকেন্দ্রাবাদ স্টেশনে চলে আসেন এবং প্রতিবাদে যোগ দেন ৷ তাঁর মৃত্যুর খবর পেয়ে সেকেন্দ্রাবাদ গান্ধি হাসপাতালে পৌঁছন রাকেশের বাবা-মা ৷ রাকেশের দিদি বিসএফ-এ কর্মরত ৷

আরও পড়ুন : "আমি ভাবতে পারিনি এরকম হবে", দেশজুড়ে অগ্নিপথ-বিক্ষোভ প্রসঙ্গে নৌসেনা প্রধান

ABOUT THE AUTHOR

...view details