হায়দরাবাদ, 19 জুন : রাজ্যে করোনা কেসের সংখ্যা কমছে ৷ তাই রাজ্যে দ্বিতীয় দফার লকডাউন সম্পূর্ণভাবে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল তেলাঙ্গানা মন্ত্রিসভা ৷
রাজ্যের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী তেলাঙ্গানায় বর্তমানে করোনা সংক্রমণ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে ৷ উল্লেখযোগ্যভাবে কমেছে নতুন আক্রান্তের সংখ্যা ৷ কমেছে পজ়িটিভ রোগীর সংখ্যাও ৷ স্বাস্থ্য দফতরের এই রিপোর্ট পাওয়ার পরই মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত হয় ৷ তবে রাজ্যজুড়ে ভ্যাকসিন দেওয়ার কাজ দ্রুততার সঙ্গেই হবে ৷
ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত দফতরের আধিকারিকদের করোনার জন্য আরোপ করা বিধি নিষেধ তুলে নেওয়ার কথা বলা হয়েছে ৷ সরকারি অফিস, বাস ও মেট্রো সার্ভিস আগের মতোই চালু হবে ৷ তবে আন্তঃরাজ্যে বাস সার্ভিস চালু করা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ তবে স্কুল, কলেজ ও সিনেমা হল খোলা নিয়েও এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷