হায়দরাবাদ/চণ্ডীগড়, 4 জানুয়ারি:কোভিডের বাড়বাড়ন্তে এবার স্কুল-কলেজ বন্ধ হল পঞ্জাব ও তেলাঙ্গানায় (Telangana schools to remain shut from Jan 8 to 16) ৷ জনগণের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পঞ্জাবে জারি করা হয়েছে নাইট কার্ফু ৷
গত কয়েকদিন ধরেই অন্যান্য রাজ্যের মতো পঞ্জাবেও (Schools closed in Punjab) হু হু করে বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ ৷ পরিস্থিতি মোকাবিলায় নয়া নির্দেশিকা জারি করেছে সে রাজ্যের সরকার ৷ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে অফলাইন ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ চলবে ভার্চুয়াল ক্লাস ৷ তবে মেডিক্যাল ও নার্সিং কলেজ স্বাভাবিক নিয়মেই চলবে ৷
এ ছাড়াও রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত জারি করা হয়েছে নাইট কার্ফু (Punjab Night Curfew) ৷ বার, সিনেমা হল, মাল্টিপ্লেক্স, মল, রেস্তোরাঁ, স্পা, মিউজিয়াম ও চিড়িয়াখানা 50 শতাংশ লোক নিয়ে খোলা রাখা যাবে ৷ তবে তার কর্মীদের সম্পূর্ণ রূপে টিকাপ্রাপ্ত হতে হবে ৷ বন্ধ করে দেওয়া হয়েছে স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়াম, সুইমিং পুল ও জিমও ৷ তবে জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্টে প্রস্তুতির প্রশিক্ষণ চালু থাকবে ৷ এই নির্দেশ 15 জানুয়ারি পর্যন্ত জারি থাকবে বলে জানানো হয়েছে ৷
আরও পড়ুন:Corona Update in India : দৈনিক সংক্রমণ বাড়ল সাড়ে তিন হাজারেরও বেশি, ওমিক্রনে আক্রান্ত বেড়ে 1800