পটনা, 25 মার্চ: বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব শনিবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে চাকরির বদলে জমি কেলেঙ্কারি মামলায় হাজিরা দেবেন (Tejashwi Yadav will Appears Delhi Rouse Avenue Court) ৷ এই মামলায় এর আগে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বারবি দেবীকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে ৷ উল্লেখ্য, 14 বছর আগে লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন জমির বদলে চাকরি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে ৷ সেই মামলায় সিবিআই তদন্ত শুরু করে ৷ মার্চ মাসে তেজস্বী যাদবকে সিবিআই তিনবার তলব করেছিল ৷ কিন্তু, স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান ৷
বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে সিবিআই এ মাসের 4, 11 ও 14 তারিখ তিনবার দিল্লির সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ৷ কিন্তু, তিনি প্রতিবারই হাজিরা এড়িয়ে যান ৷ এরপর গত 16 মার্চ বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট সিবিআই এর হাজিরার নোটিশ খারিজ করার আবেদন করেন ৷ কিন্তু, আদালতের তরফে সেই আবেদনই খারিজ করে দেওয়া হয় ৷ বদলে তেজস্বীকে আজ অর্থাৎ, 25 মার্চ সকাল সাড়ে 10টার সময় দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে হাজির হতে নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট ৷
তেজস্বীর হাজিরা নিয়ে সওয়াল-জবাব
মামলার শুনানিতে তেজস্বীর তরফে আইনজীবী হাইকোর্ট জানিয়েছিলেন, বিহার বিধানসভার অধিবেশনের কারণে তিনি আদালতে হাজির হতে পারবেন না ৷ বাজেট অধিবেশন শেষ হলে তিনি সিবিআই এর সামনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হবেন ৷ কিন্তু, সিবিআইয়ের আইনজীবী সেই যুক্তির বিরোধিতা করেন ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, শনিবার ও রবিবার করে বিহার বিধানসভা বন্ধ থাকে ৷ ফলে মার্চ মাসের যে কোনও শনিবার বা রবিবার তিনি হাজিরা দিতেই পারেন ৷ দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর দিল্লি হাইকোর্ট তেজস্বী যাদবকে আজ সকাল সাড়ে 10টার সময় দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে হাজির থাকার নির্দেশ দিয়েছে ৷
আরও পড়ুন:তেজস্বীদের বিরুদ্ধে সিবিআই তদন্ত নিয়ে নীতীশের কৌশলী মন্তব্যে শুরু নয়া রাজনৈতিক জল্পনা
চাকরির বিনিময়ে জমি কেলেঙ্কারি মামলা কী ?
14 বছর পুরনো এই মামলায় সিবিআই 2021 সালে তদন্তভার গ্রহণ করে ৷ আর 2022 সালের 18 মে প্রথম এফআইআর দায়ের করে ৷ এফআইআর অনুযায়ী, 2004 থেকে 2009 সালের মধ্যে, লালু প্রসাদ যাদব প্রথম ইউপিএ সরকারের রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে পটনার 12 জনকে চাকরি দিয়েছিলেন ৷ অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, লালু সেই সময় নিজের পরিবারের সদস্যদের নামে সেই জমিগুলি লিখিয়ে নিয়েছিলেন ৷