পটনা, 24 অগস্ট: নতুন মহাজোট সরকারের সংখ্য়াগরিষ্ঠতা প্রমাণের দিনে আরজেডি নেতাদের বাড়িতে সিবিআই হানার ঘটনায় উত্তপ্ত বিহার ৷ বিধানসভায় ফ্লোর টেস্ট চলাকালীন বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের নতুন সরকারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷ 'মোশন অফ কনফিডেন্স' (Motion of Confidence) নিয়ে বিতর্ক চলাকালীন সিবিআই (CBI), ইডি (ED) এবং আয়কর দফতর (IT)-কে বিজেপি-র 'তিন জামাই' বলে অভিহিত করেন লালুপ্রসাদ-তনয় ৷ তেজস্বীর কথায়, "কোনও রাজ্যে ক্ষমতাচ্যুত হলেই তিন জামাইকে তলব করে বিজেপি (Tejashwi claimed BJP misuses central agencies) ৷
জমি কেলেঙ্কারি, চাকরি দুর্নীতি-কাণ্ডে সিবিআই হানা নিয়ে সরগরম বিহার ৷ এর সঙ্গে যোগ হয়েছে ঝাড়খণ্ডের অবৈধ খনি মামলায় (Illegal Mining Case) ইডি-র হানা ৷ বুধবার বিধানসভায় নতুন সরকার হিসেবে শপথ নেওয়া মহাজোট সরকারের সংখ্যাগরিষ্ঠতার দিন সকালে আরজেডি নেতা সুবোধ রাই, আশফাক করিম, সুনীল সিং এবং ফৈয়াজ আহমেদের বাড়িতে হানা দেয় সিবিআই ৷ তারই পরিপ্রেক্ষিতে বিধানসভায় সুর চড়ান তেজস্বী ৷ লালু-পুত্র জানান, বিজেপি এসব করে মতাদর্শে আঘাত করে নীতিশ কুমারের (Nitish Kumar) দলে ভাঙন ধরাতে চাইছে ৷