পটনা, 23 এপ্রিল: তবে কি কাছাকাছি আসছে লালুপ্রসাদ যাদবের আরজেডি ও নীতীশ কুমারের জেডিইউ ? দুই দল মিলে বিহারে সরকার গড়ার ফর্মুলা খুঁজছে ? শুক্রবার আরজেডির ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এই জল্পনা বাড়িয়েছেন খোদ বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার (Nitish Kumar in RJD Iftar Party) । আর তাতে ইন্ধন দিয়েছে লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদবের মন্তব্য । নীতীশ কুমারের আরজেডির ইফতার অনুষ্ঠানে আসা প্রসঙ্গে তেজপ্রতাপ বলেছেন (Tej Pratap Claim on Nitish Kumar), "আমরা একটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছিলাম । যেখানে শুধু নীতীশ কুমারই নন বিজেপির শেহনাওয়াজ হুসেন, এলজেপি এর চিরাগ পাসওয়ান-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন । আগে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জন্য আমি নো এন্ট্রি বোর্ড বসিয়েছিলাম, কিন্তু এখন তাঁর জন্য নীতীশ চাচাজি লেখা এন্ট্রি বোর্ড আছে । আমরা সরকার গড়ব, খেলা সামনে আসবে । নীতীশ কুমারের সঙ্গে গোপন কথা হয়েছে । "
এমনিতেই বিজেপির সঙ্গে নীতীশ কুমারের বর্তমান সমীকরণ নিয়ে জল্পনা চলছে । গেরুয়া শিবিরের সঙ্গে জেডিইউ এর সম্পর্ক আর আগের মতো নেই বলে মত রাজনৈতিক মহলের । তারই মাঝে লালু পুত্রের এই মন্তব্য জল্পনা আরও বাড়িয়েছে । যদিও, লালুর ছোট ছেলে তথা বর্তমানে আরজেডির প্রধান তেজস্বী যাদব এই জল্পনা নস্যাৎ করে দিয়েছেন । এদিনের অনুষ্ঠানে এলজেপির চিরাগ পাসওয়ানের উপস্থিতিও সকলের নজর কেড়েছে । চিরাগ নাকি নীতীশের পা ছুঁয়ে প্রণামও করেছেন । চিরাগ 2020 বিহার বিধানসভা নির্বাচনে নিজের দলের খারাপ ফলের জন্য লাগাতার আক্রমণ করে এসেছেন জেডিইউ নেতৃত্বকে, তোপ দেগেছেন নীতীশ কুমারকে । সেই নীতীশের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ ও এক অনুষ্ঠানে উপস্থিতি তাই অনেকেরই নজর কেড়েছে ।